Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

হাফ ভাড়া দেওয়ায় তিতুমীরের ২ শিক্ষার্থীকে মারধর

ক্যাম্পাস প্রতিনিধি

জানুয়ারি ১৮, ২০২২, ১১:১৫ এএম


হাফ ভাড়া দেওয়ায় তিতুমীরের ২ শিক্ষার্থীকে মারধর

হাফ ভাড়া না নিয়ে উল্টো রাজধানীর তিতুমীর কলেজের দুই শিক্ষার্থীকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে মনজিল পরিবহনের একটি বাসের চালক ও হেলপারের বিরুদ্ধে। ভুক্তভোগীরা বলছেন,  তাদের হাত ঘড়ি ও মানিব্যাগও নিয়ে গেছেন  চালক-হেলপার।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর শিক্ষার্থীরা ওই রুটে চলাচল করা মনজিল পরিবহনের ৭/৮টি বাস আটকে দিয়ে বিক্ষোভ শুরু করে।

বিষয়টি নিশ্চিত করে গুলশান ট্রাফিক বিভাগের মহাখালী জোনের সহকারী কমিশনার (এসি) আশফাক আহমেদ বলেন, ‘হাফ ভাড়া না নিয়ে তিতুমীর কলেজের দুই শিক্ষার্থীকে মারধর করে নামিয়ে দেওয়ার অভিযোগে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মনজিল পরিবহনের কয়েকটি বাস আটকে দিয়েছে। ট্রাফিক পুলিশ সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন। থানা পুলিশও রয়েছে। মনজিল পরিবহনের মালিকপক্ষ ঘটনাস্থলে আসছে। উভয়পক্ষ বসে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।

শিক্ষার্থীদের দাবি, ওই চালক-হেলপারকে ঘটনাস্থলে আনতে হবে। ক্ষতিপূরণ দিতে হবে। মানিব্যাগ ও হাতঘড়ি ফিরিয়ে দিতে হবে। হামলাকারী চালক-হেলপারের বিরুদ্ধে মামলাসহ আইনানুগ পদক্ষেপ নিতে হবে।

আমার সংবাদ/রাব্বি