Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

পবিপ্রবিতে পুষ্টি ও স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত

পবিপ্রবি প্রতিনিধি

জানুয়ারি ১৮, ২০২২, ০৩:৩৫ পিএম


পবিপ্রবিতে পুষ্টি ও স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত

মঙ্গলবার (১৮ জানুয়ারি) পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) পুষ্টি ও স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানটি আয়োজন করেন বরিশাল এলাকার নিউট্রি-চ্যাম্পস বিজয়ী শেফস, মফিদুল ইসলাম নোমান ও ফারিয়া জামান স্বৈতী, তারা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স অনুষদের শিক্ষার্থী। 

অনুষ্ঠানটি ওয়ার্ল্ডফিস-এর সার্বিক সহযোগিতায় এবং ইউএসএআইডি-এর আর্থিক সহায়তায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.স্বদেশ চন্দ্র সামন্ত। 

বিশেষ অতিথি হিসেবে ছিলেন-ওয়ার্ল্ডফিস বাংলাদেশের পুষ্টি বিশেষজ্ঞ মোঃ আবু হাসান আলী। 

এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষকমন্ডলী ও প্রায় চার শতাধিক শিক্ষার্থীবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফিড দ্যা ফিউচার বাংলাদেশ অ্যাকোয়াকালচার অ্যাক্টিভিটি, ওয়ার্ল্ডফিস-এর সিনিয়র প্রোগ্ৰাম ম্যানেজার জনাব মোঃ এমদাদ হোসেন। 

মানুষের মাঝে সঠিক নিয়মে মাছ ও শাকসবজি রান্নার পদ্ধতি এবং মাছের পুষ্টিগুণ প্রচারের মাধ্যমে মানুষের মাছ খাওয়ার চর্চাকে বৃদ্ধি করা ছিলো এই অনুষ্ঠানের অন্যতম লক্ষ্য। এছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা কোভিড-১৯, পুষ্টি ও স্বাস্থ্যবিধি বিষয়ক জরুরী বার্তা পান।

আমারসংবাদ/এআই