Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

শাবিপ্রবির ভিসির পদত্যাগের দাবিতে ছাত্রদলের প্রতীকী অনশন

ঢাবি প্রতিনিধি 

জানুয়ারি ২৫, ২০২২, ০৫:১৫ এএম


শাবিপ্রবির ভিসির পদত্যাগের দাবিতে ছাত্রদলের প্রতীকী অনশন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এর পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ, অমানবিক ভিসির অব্যাহতি এবং সাধারণ শিক্ষার্থীদের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকাল ৯টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রদলের প্রতীকী অনশন চলছে।

এতে উপস্থিত হয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি ফজলুর রহমান খোকন, সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সহ-সভাপতি মামুন খান, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক আমিনুর রহমান আমিন, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব, সদস্য সচিব আমান উল্লাহ আমান সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ইউনিট এবং ঢাকা মহানগরীর বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

বক্তব্য রেখেছেন জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটির সদস্য আনিসুর রহমান খন্দকার অনিক, নাছির উদ্দিন শাওন, সার্জেন্ট জহুরুল হক হলের সভাপতি আবদুল জলিল, অমর একুশে হল সভাপতি আবদুল্লাহ আল রিয়াদ, জগন্নাথ হলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, হাজী মুহম্মদ মুহসীন হলের সভাপতি ওমর ফারুক মামুন এবং সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, ঢাবিব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখার সভাপতি গাজী মোহাম্মদ সাদ্দাম হোসেন প্রমূখ।

আমারসংবাদ/কেএস