ববি প্রতিনিধি:
এপ্রিল ৬, ২০২২, ০৪:২০ পিএম
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্রকল্যাণ সমিতির প্রথম কমিটি গঠিত হয়েছে।
বুধবার (৬ এপ্রিল) দুপুর ২টায় নির্বাচনের মাধ্যমে সংগঠনটি আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।
উক্ত নির্বাচনে ভিপি (সহ-সভাপতি) নির্বাচিত হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহাবুব হোসেন এবং জিএস (সাধারণ সম্পাদক) নির্বাচিত হয়েছেন একই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাব্বির আহমেদ।
এছাড়া গঠনতন্ত্র অনুযায়ী পদাধিকার বলে সমিতির সভাপতির দায়িত্ব পালন করবেন বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক শরীফা উম্মে শিরিনা।
বুধবার বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন বিভাগটির চেয়ারম্যান। ঘোষণাকালে দিকনির্দেশনা ও সার্বিক বিষয়ে বক্তব্য প্রদান করেন বিভাগের শিক্ষকমণ্ডলী।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- এজিএস (সহ সাধারণ সম্পাদক) রহমত উল্লাহ খান হাসিব, সাংগঠনিক সম্পাদক মো: ইমরান হোসেন, কোষাধ্যক্ষ মেহেদী হাসান (মিসাদ), প্রচার সম্পাদক জয়নাল আবেদীন, সাংস্কৃতিক সম্পাদক সানজিদা ইসলাম জুঁই ও ক্রীড়া সম্পাদক মো: মিরান হোসেন।
আমারসংবাদ/এমএস