Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

অবশেষে সাত কলেজের অকৃতকার্য শিক্ষার্থীরা পাচ্ছেন প্রমোশন

মো. মাসুম বিল্লাহ

মে ১৬, ২০২২, ০৫:১০ পিএম


অবশেষে সাত কলেজের অকৃতকার্য শিক্ষার্থীরা পাচ্ছেন প্রমোশন

অবশেষে শর্ত সাপেক্ষে প্রমোশন পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের অকৃতকার্য শিক্ষার্থীরা। তিনটি বর্ষের তিন বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা শর্ত সাপেক্ষে পরবর্তী বর্ষে এ প্রমোশন পাচ্ছেন। 
শিক্ষাবর্ষ তিনটি হলো— স্নাতক ২০১৭-২০১৮, ২০১৮-২০১৯ ও ২০১৯-২০২০।

বৃহস্পতিবার (১২ মে) প্রো-উপাচার্য শিক্ষা ও ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের প্রধান সমন্বয়কারী ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে সাত কলেজের শিক্ষা-কার্যক্রমসহ অন্যান্য বিষয় আলোচনার জন্য নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক সভা অনুষ্ঠিত হয়। 

সভায় কলা অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ড. আব্দুল বাছির, বিজ্ঞান অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ, সাত কলেজের সম্মানিত অধ্যক্ষবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক, পরীক্ষা নিয়ন্ত্রক এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

রোববার (১৬ মে) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। 

পাশাপাশি সাত কলেজের সমন্বয়ক বাহালুল হক চৌধুরীর অফিসিয়াল ফেসবুক পেইজেও নোটিশের ছবি দিয়ে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের করোনা মহামারির কারণে বিভিন্ন পরীক্ষায় তিন বিষয়ে অকৃতকার্যদের মানোন্নয়ন সুযোগ দেয়া হবে।

এছাড়াও ঢাবি অধিভুক্ত সাত কলেজের শিক্ষার পরিবেশ বজায় রাখা, শিক্ষার্থী সংখ্যা যৌক্তিকভাবে কমিয়ে আনা এবং শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিত নিশ্চিত করাসহ শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্য একটি সমন্বিত সুপারিশ সাত কলেজের প্রধান সমন্বয়কারী ড. এ এস এম মাকসুদ কামালের নিকট প্ররণের কথা বলা হয়েছে। 

উল্লেখ্য, ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের আসন সংখ্যা নির্ধারণের লক্ষ্য সরেজমিন প্রদর্শনের জন্য গঠিত কমিটি আগামী ৩০/০৫/২২ তারিখের মধ্যে পরিদর্শন কাজ সম্পন্ন করবে।

আমারসংবাদ/আর এইচ

Link copied!