Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

কুবিতে প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

কুবি প্রতিনিধি

কুবি প্রতিনিধি

মে ১৭, ২০২২, ০৩:০১ পিএম


কুবিতে প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শাখা ছাত্রলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (১৭ মে) সকাল সাড়ে ৯ টায় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদের নেতৃত্বে শোভাযাত্রা শুরু হয়। পরে শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

এসময় উপস্থিত ছিলেন-বিভিন্ন হল ও ফ্যাকাল্টির নেতাকর্মীরা৷

পরে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধুর ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, বাঙালির চিরঞ্জীব আশা ও অনন্ত অনুপ্রেরণার উৎস মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকের এইদিনে মৃত্যুর হুমকি নিয়ে এ দেশের মাটিতে পা রাখেন, যার ফলে আজকে সারাদেশের চিত্রে শুধু উন্নয়ন আর উন্নয়ন চোখে পড়ে। 

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি এদেশে না আসত তাহলে পাকিস্তানের দোসররা দেশকে লুটেপুটে খেতো।

প্রসঙ্গত, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪২তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। জাতির পিতার হত্যাকাণ্ডের পর প্রায় ছয় বছর নির্বাসিত জীবন কাটিয়ে ১৯৮১ সালের এই দিনে দেশে ফেরেন তাঁর এই জ্যেষ্ঠ কন্যা।

আমারসংবাদ/এআই

Link copied!