Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪,

জিপিএ ৪ এর মধ্যে ৬.৮৬ পেলো ‌তিতুমীর কলেজের শিক্ষার্থী

বাঙলা কলেজ প্রতিনিধি

বাঙলা কলেজ প্রতিনিধি

মে ২৫, ২০২২, ১২:৪৯ এএম


জিপিএ ৪ এর মধ্যে ৬.৮৬ পেলো ‌তিতুমীর কলেজের শিক্ষার্থী

ঢাকা বিশ্ব‌বিদ্যালয় অ‌ধিভুক্ত সরকা‌রি সাত কলেজে‌র ‌ডিগ্রীর ২য় বর্ষের (পরীক্ষা-২০১৮) পরীক্ষায় এক শিক্ষার্থী জিপিএ ৪.০০ এর মধ্যে ৬.৮৬ পেয়েছেন। অ‌বিশ্বাস্য ও অদ্ভুত এই পয়েন্ট নিয়ে তৃতীয় বর্ষেও উত্তীর্ণ হয়েছেন ওই শিক্ষার্থী।
 
সোমবার(২৩ মে) ঢাকা বিশ্ব‌বিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক প্রকা‌শিত ডিগ্রীর ২য় বর্ষের ফলাফলে এই সি‌জি‌পি অর্জন করেন ওই শিক্ষার্থী। ফলাফলে দেখা যায়, তি‌নি তিতুমীর কলেজের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
সামা‌জিক যোগায‌োগ মাধ্য‌মে ভাইরাল হলে ওয়েবসাইটে গিয়ে দেখা যায় ফলাফল উধাও!

এই নিয়ে সামা‌জিক যোগাযোগ মাধ্যম‌ে চলছে সম‌ালোচনার ঝড়! বি‌ভিন্ন হা‌সি ঠাট্টা মন্তব্যে মেতেছেন শিক্ষার্থীরা। আবার কেউ কেউ ক্ষোভও প্রকাশ ক‌রেন।

যা‌বিন তাস‌মিন সিফাত নামের এক ‌শিক্ষার্থী মন্তব্য করেন, কপাল! এত সি‌জি‌পি কই রাখবে!

তাহ‌মিদ নামের আরেক শিক্ষার্থী বলেন, ঢা‌বি আমাদের প্র‌তি খুব দয়াবান, তাই দয়া করে আমাদের সি‌জি‌পি বা‌ড়ি‌য়ে দিয়েছেন। এ‌তে দোষের কিছু নাই!

‌আ‌সিফ আহমেদ নামের আরেক শিক্ষার্থী মন্তব্য করেন, বেলা শুনছো? এবার সি‌জি‌পি দিয়ে তোমাকে চাইতেই পা‌রি! ঢা‌বি আমাদের প্র‌তি দয়া করেছেন।

ইএফ

Link copied!