Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪,

ববির নতুন প্রক্টর ড. এ. টি. এম. রফিকুল ইসলাম

ববি প্রতিনিধি:

ববি প্রতিনিধি:

নভেম্বর ২৭, ২০২৪, ০৪:২৩ পিএম


ববির নতুন প্রক্টর ড. এ. টি. এম. রফিকুল ইসলাম

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ. টি. এম. রফিকুল ইসলাম  

আজ বুধবার রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়।  

অফিস আদেশে আরও বলা হয়, উল্লিখিত দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ বিধি মোতাবেক দায়িত্ব ভাতা ও সুবিধাদি প্রাপ্ত হবেন, তবে যদি তাঁরা একাধিক অতিরিক্ত দায়িত্ব পালন করে থাকেন সেক্ষেত্রে বিধি মোতাবেক যেকোনো একটির ভাতা ও সুবিধাদি প্রাপ্ত হবেন। আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

অন্যদিকে, বুধবার দুপুরে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর সহযোগী অধ্যাপক ড. রাহাত হোসেন ফয়সাল পদত্যাগ করেছেন।

এবিষয়ে রেজিস্ট্রার মনিরুল ইসলাম বলেন, প্রক্টর স্যার তার পায়ে অস্ত্রোপচার করেছে। তাই শারীরিকভাবে অসুস্থ। বিষয়টি তিনি চিঠির মাধ্যমে আমাকে জানিয়েছেন।

বিআরইউ

 

Link copied!