ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ২২ জুন, ২০২৫
Amar Sangbad

ছাত্র সংসদ নির্বাচনের প্রয়োজনীয়তা নিয়ে জবিতে উন্মুক্ত সেমিনার

জবি প্রতিনিধি

জবি প্রতিনিধি

মে ২১, ২০২৫, ০৮:৪৯ পিএম

ছাত্র সংসদ নির্বাচনের প্রয়োজনীয়তা নিয়ে জবিতে উন্মুক্ত সেমিনার

ছাত্র সংসদ নির্বাচনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে উন্মুক্ত সেমিনারের আয়োজন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে ‘জকসু: কী, কেন ও কীভাবে’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের চেতনায় শিক্ষার্থী সমাজের একটি সন্ত্রাস ও দখলদারিত্বমুক্ত, গণতান্ত্রিক ক্যাম্পাস গড়ে তোলাই ছিল সেমিনারের মূল উদ্দেশ্য।

সেমিনারে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দিন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ, জবি ছাত্রদলের সদস্য সচিব সামসুল আরেফিন, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রায়হান হাসান রাব্বি, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সংগঠক ফয়সাল মুরাদ ও যুগ্ম সদস্য সচিব কিশোর আনজুম সাম্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মাসুদ রানা এবং ডিবেটিং সোসাইটির সভাপতি মাঈন আল মোবাশ্বিরসহ বিভিন্ন ছাত্র ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের প্রয়োজনীয়তা, কার্যপরিধি ও সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা করেন। তারা বলেন, একটি শক্তিশালী ও গণতান্ত্রিক ছাত্র সংসদ গঠনের মাধ্যমে শিক্ষার্থীদের অধিকার আদায়ে নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ বলেন, জকসুর সভাপতি ও কোষাধ্যক্ষকে সরাসরি শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত করতে হবে। গঠনগতভাবে সভাপতির কার্যপরিধি স্পষ্ট করে নির্ধারণ করতে হবে যাতে এককভাবে ক্ষমতার অপব্যবহার না ঘটে। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় রাষ্ট্রেরই অংশ। রাষ্ট্র যদি গণতান্ত্রিক না হয়, বিশ্ববিদ্যালয়ও গণতান্ত্রিক হতে পারে না। তাই রাষ্ট্রীয় কাঠামোর ভেতর থেকেই শিক্ষার্থীদের অধিকার আদায়ে ছাত্র সংসদ হতে পারে প্রথম ধাপ।”

অধ্যাপক ড. রইছ উদ্দিন বলেন, “৫ আগস্টের পর জকসু নীতিমালা প্রণয়নে একটি কমিটি গঠন করা হয়েছে। এটি বিশেষ সিন্ডিকেটে উত্থাপন করা হয়েছে। শিক্ষার্থীদের মতামত গ্রহণের জন্য সময় বাড়ানো হয়েছে। আমরা চাই, একটি প্রতিনিধিত্বশীল নেতৃত্ব গড়ে উঠুক, যারা ছাত্রদের প্রকৃত প্রতিনিধি হিসেবে কাজ করবে।”

সেমিনারে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জবি শাখার সভাপতি ইভান তাহসীভ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শামসুল আলম মারুফ।

ইএইচ

Link copied!