ইবি প্রতিনিধি
জুলাই ১৯, ২০২৫, ০৩:২৫ পিএম
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।
শনিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরে একটি র্যালি বের করে ছাত্রদল নেতা-কর্মীরা প্রশাসন ভবনের সামনে গিয়ে সমবেত হন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ইবি ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলাম ও আহসান হাবীব, সদস্য রাফিজ আহমেদ, নূর উদ্দিন, রাকিব হাসান স্বাক্ষর, রোকনুজ্জামানসহ সংগঠনটির শতাধিক নেতাকর্মী।
মানববন্ধনে শাহেদ আহম্মেদ বলেন, “আমরা এই কর্মসূচির জন্য প্রস্তুত ছিলাম না। আমার ভাই সাজিদের মৃত্যুর বিচার চাইতে আমাদের এখানে দাঁড়াতে হবে—এটা কখনোই কাম্য নয়। আমরা এ ঘটনার নিরপেক্ষ তদন্ত ও যথাযথ বিচার দাবি করছি। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই—নতুন অর্থবছর শুরু হয়েছে, অর্থের কোনো অভাব নেই। শিক্ষার্থীদের প্রয়োজনীয় সব বিষয়ে ব্যবস্থা নিতে হবে। আমরা আপনাদের জন্য নয়, আপনারাই আমাদের জন্য এখানে আছেন—এ কথা যেন কেউ ভুলে না যান।”
ইএইচ