Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪,

মক্কায় ১৬ বাংলাদেশি আটক

ফেব্রুয়ারি ১৮, ২০১৫, ১০:১২ এএম


মক্কায় ১৬ বাংলাদেশি আটক

 

জুয়া খেলার অভিযোগে সোমবার মক্কার এক বাড়ি থেকে ১৬ প্রবাসী বাংলাদেশিকে আটক করেছে সৌদি কর্তৃপক্ষ। গ্রেফতার হওয়া সবাই বাংলাদেশি। তাদের কাছ থেকে ১৬শ রিয়াল জব্দ করা হয়।

সৌদি আরব এবং উপসাগরীয় দেশগুলোতে জুয়া খেলা আইনগতভাবে সম্পূর্ণ নিষিদ্ধ।

মঙ্গলবার স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশি শ্রমিকরা জুয়া খেলার জন্য সাপ্তাহিক ছুটির দিনে, বিশেষ করে বৃহস্পতিবার সন্ধ্যায় ওই বাড়িতে জড়ো হন বলে গোপন সূত্র থেকে খবর পেয়েছিল পুলিশ। এরপর থেকে তারা ওই বাড়ির ওপর নজর রাখছিল। সোমবার তারা ওই ১৬ জনকে হাতেনাতে গ্রেফতার  করে। গ্রেফতার করার পর তাদের মক্কার আজইয়াদ পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে।

 পবিত্র স্থান মক্কায়, যেখান হজ, উমরাহ পালন করা হয় সেখানে জুয়া খেলায় গ্রেফতারকৃতদের কঠোর নিন্দা  জানিয়েছেন সামাজিক যোগাযোগ সাইট ব্যবহারকারীরা।

এর আগে ২০১৩ সালের জুলাই মাসে অবৈধ কাজের জন্য রামাদানে ১৮ বাংলাদেশিকে আটক করা হয়েছিল।