Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

আমিরাতে নবনিযুক্ত রাষ্ট্রদূতকে স্বাগত জানাবে বাংলাদেশ কমিউনিটি

আমিরাত প্রতিনিধি

সেপ্টেম্বর ১৬, ২০২০, ০৮:১৯ এএম


আমিরাতে নবনিযুক্ত রাষ্ট্রদূতকে স্বাগত জানাবে বাংলাদেশ কমিউনিটি

আগামী ২৫ সেপ্টেম্বর আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফরকে স্বাগত সম্ভাষন জানানো হবে। এ উদ্যোগটি গ্রহন করেছেন বাংলাদেশ কমিউনিটি দুবাই উত্তর আমিরাত। আয়োজনটির স্থান নির্ধারন করা হয়েছে দুবাই ক্রাউন প্লাজা হোটেলের কন্ফারেন্স হলে। বর্তমান করোনা পরিস্থিতে স্বাস্থ্যবিধির উপর সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে এ আয়োজনটি সম্পন্ন করা হবে বলে উদ্যোক্তারা জানান।

এ লক্ষ্যে মঙ্গলবার রাত ৮ টায় বাংলাদেশ কন্স্যূলেটের কন্ফারেন রুমে এক প্রস্ততি সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ কমিউনিটির অত্যন্ত সিনিয়র ব্যাক্তিত্ব স্বর্বজন শ্রদ্ধেয় ইন্জিনিয়ার আবু জাফর চৌধুরী।

প্রস্ততি সভায় আলোচনায় অংশ গ্রহন করেন বাংলাদেশ সমিতি দুবাইয়ের আহবায়ক অধ্যাপক আব্দুস সবুর। বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সিনিয়র সহ সভাপতি আইয়ুব আলি বাবুল। কমিউনিটি নেতা ইসমাইল গনি চৌধুরী, মোহাম্মদ রাজা মল্লিক, আব্দুল আলিম, জিল্লুর রহমান, এরশাদ হোসেন হিরু, সাইফুদ্দিন আহমেদ, মাজহারুল্লা মিয়া, পেয়ার মোহাম্মদ, জুলফিকার ওসমান, কাজী মোহাম্মদ আলী, নুরুন্নবী রওশন, মুনিরুল ইসলাম, হাজী শফিকুল ইসলাম, নজরুল ইসলাম, আনছারুল হক আনছার, আব্দুর রশীদ, এনামুল হক, অসিম চৌধুরী, কাউছার আহমেদ, মীর আহমেদ, ইন্জিনিয়ার মোরশেদুল আলম, হেলাল চৌধুরী প্রমুখ।

প্রস্ততি সভায় আলোচকরা রাষ্ট্রদূতকে স্বাগত জানানোর পাশাপাশি সম সাময়িক পরিস্থিতি নিয়ে প্রবাসীদের করণীয় বিষয়টি আলোকপাত করার সিদ্ধান গ্রহন করেন।

আমারসংবাদ/এমআর