Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪,

চীনসহ আরও ৬ দেশে শ্রমিক পাঠাবে বাংলাদেশ

আমার সংবাদ ডেস্ক

সেপ্টেম্বর ১৬, ২০২০, ০৫:৩১ পিএম


চীনসহ আরও ৬ দেশে শ্রমিক পাঠাবে বাংলাদেশ

বিকল্প শ্রমবাজার হিসেবে সরকার আরও ৬টি নতুন দেশে শ্রমিক পাঠানোর উদ্যোগ নিয়েছে।

দেশগুলো হলো- কম্বোডিয়া, পোল্যান্ড, চীন, রোমানিয়া, ক্রোয়েশিয়া এবং সিচিলেস।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয় বলছে, বিদেশে বাংলাদেশি শ্রমিকদের শ্রমবাজার যাতে সঙ্কুচিত না হয় সে জন্য বাংলাদেশ মিশনগুলো নিরলসভাবে কাজ করছে।

নতুন শ্রমবাজার অনুসন্ধানের জন্য কূটনৈতিক প্রচেষ্টাও জোরেশোরে চলছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী- গত মাসে অভিবাসী শ্রমিকরা ১.৯৬ বিলিয়ন ডলার রেমিটেন্স পাঠায়।

একবছর আগে একই মাসে যার পরিমান ছিল ১.৪৪ বিলিয়ন ডলার।

আমারসংবাদ/এআই