Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

পাল্টে গেলো পুরস্কারের নাম!

ডিসেম্বর ৯, ২০১৪, ১১:৪০ এএম


পাল্টে গেলো পুরস্কারের নাম!

২০১২ থেকে প্রবর্তিত বাংলা একাডেমির "প্রবাসী সাহিত্য পুরস্কার'র নাম বদলে গেলো। সদ্য সমাপ্ত লন্ডনের বইমেলায় বাংলা একাডেমির মহা পরিচালক এই তথ্য জানান। তিনি বলেন, এখন থেকে এই  পুরস্কারের নামকরণ করা হলো- ‘সৈয়দ ওয়ালিউল্লাহ সাহিত্য পুরস্কার’। এ বছর 'বাংলা একাডেমি প্রবাসী সাহিত্য পুরস্কার' ওরফে ‘সৈয়দ ওয়ালিউল্লাহ সাহিত্য পুরস্কার’ পাচ্ছেন কানাডা প্রবাসী লেখক ইকবাল হাসান ও সৈয়দ ইকবাল এবং যুক্তরাজ্যের উইলিয়াম রাডিচি।
ইতিপূর্বে শুধু ইংল্যান্ড তথা ইউরোপের প্রবাসী লেখকদের এই সন্মাননা দেয়া হয়েছে। জানা গেছে, সারা বিশ্বের যেসব প্রবাসী এবং বিদেশি লেখক বাংলা সাহিত্য নিয়ে কাজ করছেন তাদের মূল্যায়ন করে এখন থেকে এই পুরস্কার প্রদান করা হবে।