Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

সৌদিতে করোনায় মৃত্যু হলে পরিবার পাবে কোটি টাকা

আমার সংবাদ ডেস্ক

নভেম্বর ২, ২০২০, ০১:০২ পিএম


সৌদিতে করোনায় মৃত্যু হলে পরিবার পাবে কোটি টাকা

বিশ্ব এখনও মরণব্যাধি করোনার কাছে কাবু হয়ে আছে। সারা বিশ্বের বিজ্ঞানীরা ভেকসিন তৈরীতে লেগে আছে। এমন সময় সৌদি আরবের স্বাস্থ্যখাতে দেয়া হয়েছে একটি ঘোষণা।

ঘোষণায় বলা হয়েছে, সৌদি কিংবা সৌদির বাইরে থেকে আসা যে কোনো কর্মী স্বাস্থ্যখাতে কর্মরত অবস্থায় মারা গেলে তাদের পরিবারকে পাঁচ লাখ রিয়াল (এক কোটি ১২ লাখ টাকা) করে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঙ্গলবার দেশটির মন্ত্রিপরিষদের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সৌদি সরকারের পক্ষ থেকে জানানো হয়, স্বাস্থ্যখাতে সরকারি-বেসরকারি ও সামরিক-বেসামরিক প্রতিষ্ঠানে কর্মরত সৌদি কিংবা সৌদির বাইরে থেকে আসা যে কোনো কর্মীর মৃত্যু হলে পরিবার এ সুবিধা পাবে। চলতি বছরের ২ মার্চের পর করোনা মোকাবিলায় মৃত্যু হলে পরিবার এ অর্থ পাবে।

রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবে এ পর্যন্ত ৭ জন বাংলাদেশি চিকিৎসক মারা গেছেন। তাদের সবাই সৌদি আরবের বিভিন্ন অঞ্চলের সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে কর্মরত ছিলেন।

আমারসংবাদ/এমআর