Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

মালদ্বীপে ২ বাংলাদেশি খুন

মার্চ ২৭, ২০১৫, ০৪:৪৪ এএম


মালদ্বীপে ২ বাংলাদেশি খুন

 

মালদ্বীপে একদিনের ব্যবধানে দুই বাংলাদেশি খুন হয়েছেন। এ ঘটনায় সেখানে বসবাসরত বাংলাদেশিরা আতঙ্কিত।
 
গত ২২ মার্চ রাজধানী মালের একটি ক্যাফেতে ছুরিকাঘাতে নিহত হন শাহীন মিয়া। পরদিন ২৩ মার্চ দুর্গম দ্বীপ থড্ডু থেকে উদ্ধার করা করা হয় বিলাল মিয়া নামের আরেক বাংলাদেশির লাশ।

মালদ্বীপের বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে খবর নিশ্চিত করেছে বার্তা সংস্থা বাসস।
 
মালদ্বীপের রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল কাজী সারোয়ার হোসেন এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি মালদ্বীপের রাষ্ট্রপতি আবদুল্লাহ ইয়েমেনের সঙ্গে দেখা করে বাংলাদেশিদের নিরাপত্তা জোরদার করার অনুরোধ করেছেন। এ ছাড়া বিষয়টি নিয়ে গত ২৫ মার্চ মালদ্বীপে বসবাসকারী বাংলাদেশিদের সঙ্গেও আলোচনা করেছেন রাষ্ট্রদূত।
 
বিবিসি জানিয়েছে, এসব ঘটনায় বাংলাদেশিরা এখন উদ্বিগ্ন। অনেকে কর্মস্থলে যেতেও ভয় পাচ্ছেন।
 
মূলত পর্যটনশিল্প ও হোটেলে কর্মরত বাংলাদেশিরা হত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গতকাল শুক্রবার মালেতে এক মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছেন। তবে মালদ্বীপ সরকার বাংলাদেশিদের এ ধরনের কর্মসূচি পালন না করতে নির্দেশ দিয়েছে। রাষ্ট্রদূত কাজী সারোয়ার হোসেন বলেন, তিনিও বাংলাদেশিদের এ ধরনের কর্মসূচি থেকে বিরত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।