Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

চলতি মাসেই স্থানান্তর করা হবে আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাস

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ৪, ২০২১, ১১:৫৫ এএম


চলতি মাসেই স্থানান্তর করা হবে আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাস

চলতি মাসে ডুবাইয়ের আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাস জানুয়ারি মাসেই ‘ডেলমা স্ট্রিট’ থেকে সরিয়ে নতুন প্রস্তাবিত স্থান এয়ারপোর্ট রোডের ডিপ্লোমেটিক এলাকায় স্থানান্তর করা হবে বলে জানান দূতাবাস কর্তৃপক্ষ।

আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর এ বিষয়ে সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ধরেই সেবা বৃদ্ধির লক্ষ্যে দূতাবাস স্থানান্তরের কথা ভাবছি আমরা। সম্প্রতি দূতাবাসের কর্মপরিধি বৃদ্ধি এবং বিশেষ করে গ্রীষ্মের তাপদাহের সময় দূতাবাসে সেবা নিতে আসা প্রবাসীদের অসুবিধার কথা বিবেচনা করে দূতাবাস নতুন ও সুপরিসর ভবনে স্থানান্তর করা হবে।

দূতাবাসের নতুন ঠিকানা, আবুধাবি বিমানবন্দর সড়কের (Abudhabi Airport Road) পেপসি কোলা সিগনাল থেকে প্রথমে ডানে (1st right) প্রবেশের পর ২য় বার ডানে (2nd right) প্রবেশ করতে হবে। সেখানে ৪৬৪৮ নম্বর ভিলাতে স্থানান্তরিত হবে বাংলাদেশ দূতাবাসের নতুন ভবন।

আমারসংবাদ/এমআর