Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

করোনা: ২৪ ঘণ্টায় কমেছে শনাক্ত ও মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ১২, ২০২১, ১০:৫৫ এএম


করোনা: ২৪ ঘণ্টায় কমেছে শনাক্ত ও মৃত্যু

মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও পাঁচজনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে আট হাজার ২৫৩ জনে দাঁড়িয়েছে বলে শুক্রবার (১২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় ৪০৪ জনের শরীরে নতুন করে প্রাণঘাতী এই ভাইরাস শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ৩৯ হাজার ৯৭৫ জনে পৌঁছেছে।

করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২.৮২ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৪.১৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১.৫৩ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে সরকারি ও বেসরকারি মিলে মোট ২১০টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় মোট ১৪ হাজার ১১৪টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং ১৪ হাজার ৩২৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় সর্বমোট ৩৮ লাখ ২২ হাজার ৩৪২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

এদিকে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৪২২ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে চার লাখ ৮৬ হাজার ৩৯৩ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০.০৮ শতাংশ।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

আমারসংবাদ/জেআই