Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

মার্চে প্রবাসী আয় বৃদ্ধি পেয়েছে ৫০ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ১, ২০২১, ০৪:৪০ পিএম


মার্চে প্রবাসী আয় বৃদ্ধি পেয়েছে ৫০ শতাংশ

প্রাণঘাতী করোনাভাইরাসের মধ্যেও রেকর্ড পরিমাণ রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

বাংলাদেশে মার্চ মাসে আসা রেমিটেন্স গেল বছরের একই সময়ের তুলনায় ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এ সময়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৯২ কোটি ডলার, যা ২০২০ সালের মার্চ মাসে ছিল ১২৮ কোটি ডলার।

এই নিয়ে চলতি অর্থবছরের ৯ মাসে রেমিটেন্স এসেছে ১৮৬০ কোটি ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৩৫ শতাংশ বেশি।

বৃহস্পতিবার (১ এপ্রিল) অর্থ মন্ত্রণালয়ের এক প্রিস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ প্রসঙ্গে  অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, প্রবাসী আয় পাঠানোর নিয়ামকানুন সহজ করা, ২ শতাংশ নগদ প্রণোদনাসহ সরকারে বিভিন্ন সংস্কারমুখী পদক্ষেপ রেমিটেন্স বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ প্রভাব রেখেছে।

তিনি আরও বলেন, ‘আমাদের এ অর্জন দিন দিন বেড়েই চলেছে। আমাদের প্রত্যাশা এটি আরও বাড়বে। এ বিষয়ে সরকারের প্রতি মানুষের আস্থা ফিরে এসেছে। কাউকে হয়রানি হতে হয় না, রেমিটেন্স সময়মতো উপকারভোগীর হাতে পৌঁছে যায়। যে কারণে এটি দিন দিন বেড়েই চলেছে এবং বাড়তেই থাকবে, ইনশাআল্লাহ।

আমারসংবাদ/এআই