Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

লিবিয়ায় আটকে পড়া ১৬০ বাংলাদেশি দেশে ফিরেছেন

আমার সংবাদ ডেস্ক

মে ৫, ২০২১, ০৭:১০ এএম


লিবিয়ায় আটকে পড়া ১৬০ বাংলাদেশি দেশে ফিরেছেন

করোনাভাইরাস ও লিবিয়ার চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশটিতে আটকে পড়া ১৬০ বাংলাদেশি বিশেষ বিমানে দেশে ফিরেছেন। তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে বিমানবন্দরের স্বাস্থ্য বিভাগ।

বুধবার (৫ মে) সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।

বিমানবন্দরের স্বাস্থ্য বিভাগের চিকিৎসক ডা. শাহরিয়ার সাজ্জাদ গণ্যমাধ্যমকে বলেন, লিবিয়া থেকে বোরাক এয়ারলাইন্সে আসা ১৬০ যাত্রী হোম কোয়ারেন্টাইনে থাকবে। বুধবার সকাল থেকে এ পর্যন্ত বিভিন্ন দেশ থেকে পাঁচটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছে। 

এর মধ্যে কাতার থেকে আসা ১৩২ জন, কলম্বো থেকে আসা তিনজন ও সংযুক্ত আরব আমিরাত থেকে আসা ৯ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকবে। এছাড়া জেদ্দা থেকেও যাত্রী এসেছে। তবে তাদের কোয়ারেন্টাইনে থাকতে হবে না।

আমারসংবাদ/এআই