Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

ইয়ুথ পার্লামেন্ট সভাপতি সরকার তানভীর আহমেদের ‘দ্যি ডায়ানা অ্যাওয়ার্ড’ অর্জন

মোহাম্মদ ইমরান হোসেন, পবিপ্রবি

জুন ৩০, ২০২১, ০১:০৫ পিএম


ইয়ুথ পার্লামেন্ট সভাপতি সরকার তানভীর আহমেদের ‘দ্যি ডায়ানা অ্যাওয়ার্ড’ অর্জন

বাংলাদেশের বৃহত্তম ও ঐতিহাসিক জয়পুরহাট চিনিকলের সবুজ প্রাঙ্গনে বেড়ে ওঠা জয়পুরহাটের সন্তান সরকার তানভীর আহমেদ তানিমের সাম্প্রতিক সাফল্যে আনন্দে ভাসছে সমগ্র জয়পুরহাট জেলা। 

দীর্ঘকালীন সামাজিক কাজের অভিজ্ঞতা এবং ইয়ুথ পার্লামেন্ট তথা সংসদীয় পদ্ধতি চর্চার মাধ্যমে নেতৃত্বের দক্ষতা উন্নয়নের অবদানস্বরূপ দ্যি ডায়ানা অ্যাওয়ার্ড অর্জন করে বাংলাদেশকে এনে দিয়েছেন সন্মানজনক অবস্থান।

তরুণদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনয়ন, কাজের স্বীকৃতির মাধ্যমে অনুপ্রেণিত করতে, প্রিন্সেস অফ ওয়েলস ডায়ানার স্মৃতির প্রতি সন্মানে বিশ্বের উদীয়মান তরুণদের মাঝে বিশেষ স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয় দ্যি ডায়ানা অ্যাওয়ার্ড। 

আন্তর্জাতিক যুব পুরষ্কার সমূহের মধ্যে একজন তরুণদের কাছে এটি অন্যতম সম্মানসূচক অর্জন যেখানে দৃষ্টিভঙ্গি, সামাজিক প্রভাব, কাজের মাধ্যমে অন্যকে অনুপ্রাণিত করা, তরুণ নেতৃত্ব এবং পরিষেবা যাত্রা ওপর ভিত্তি করে তরুণদের নির্বাচিত করা হয় ডায়ানা অ্যাওয়ার্ডের জন্য। 

ব্রিটেনের বিভিন্ন অঞ্চল থেকে ১২ সদস্যবিশিষ্ট ও ব্রিটেনের বাহিরে ৩ সদস্য বিশিষ্ট বিচারক প্যানেলের মূল্যায়ন ও নম্বরের ওপর ভিত্তি করে দ্যি ডায়ানা অ্যাওয়ার্ডের জন্য তরুণদের নির্বাচিত করা হয়।

প্রিন্সেস অফ ওয়েলস ডায়ানা বিশ্বাস করতেন, "তরুণদের মাঝে বিশ্ব পরিবর্তন করার ক্ষমতা রয়েছে"। তাঁর স্মরণে ২০ বছর ধরে প্রদান করা হচ্ছে দ্যি ডায়ানা অ্যাওয়ার্ড। 

এই অ্যাওয়ার্ড প্রদানের ২০ বছর পূর্তিতে ২০১৭ থেকে প্রবর্তন করা হচ্ছে মর্যাদাপূর্ণ পুরষ্কার 'ডায়ানা লেগেসি অ্যাওয়ার্ড' যা ডিউক অব ক্যামব্রিজ ও ডিউক অব সাসেক্স এসটি জেমস প্যালেসে এই অ্যাওয়ার্ডের প্রবর্তন করেন। 

ডায়ানা অ্যাওয়ার্ড প্রাপ্তরাই প্রতি দুই বছর অন্তর অন্তর এতে অংশ নেন। যুক্তরাজ্যের সাবেক প্রিন্সেস ডায়ানার নামে তাঁর দুই ছেলে ডিউক অব ক্যামব্রিজ প্রিন্স উইলিয়াম ও ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারি এই পুরস্কারের প্রবর্তন করেন।

প্রতি বছরের ন্যায় চলতি বছরে ব্রিটেনে পুরষ্কার বিরতরণের কথা থাকলেও করোনাভাইরাসের প্রকোপে ভার্চুয়ালভাবে রোল অব অনার ও নির্বাচিতদের নাম প্রকাশ করা হয়। উক্ত আয়োজনের আকর্ষণের কেন্দ্রবিন্দু প্রিন্সেস ডায়েনার ছেলে ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারি পুরস্কার প্রাপ্তদের মাঝে উপস্থিত থেকে তাঁর শুভেচ্ছা বার্তা প্রদান করেন।

সরকার তানভীর আহমেদ তরুণদের মাঝে গণতান্ত্রিক মনোভাব ও সক্রিয় নাগরিক হিসেবে সামাজিক দায়বদ্ধতার প্রতি উৎসাহিত করতে সমাজসেবায় যুক্ত রয়েছেন ২০০৯ সাল থেকে। নেতৃত্ব চর্চার অংশ হিসাবে তাঁর প্রতিষ্ঠিত ইয়ুথ পার্লামেন্টের মাধ্যমে নিজ দেশ ও বিদেশের তরুণ সম্প্রদায়কে সক্রিয় অবদান রাখতে অনুপ্রেরণা যোগাচ্ছেন। 

তানভীর আহমেদের নেতৃত্বে, বাংলাদেশ সহ বিশ্বের ২৫ টি দেশের অসংখ্য তরুণরা বিভিন্ন সামাজিক প্রকল্পের সাথে জড়িত থেকে টেকশই উন্নয়ন লক্ষমাত্রায় অবদানে কাজ করছে যা প্রশংসনীয়। তাঁর নেতৃত্বের যাত্রা শুরু হয় কাব স্কাউটিং এ যুক্ত হবার মাধ্যমে। 

সেই ধারাবাহিকতায় তিনি সফলভাবে সম্পন্ন করেছেন বিভিন্ন সামাজিক উদ্যোগসমূহ। 

উল্লেখযোগ্য কাজসমূহ হচ্ছে-বৃক্ষরোপণ কর্মসূচি, ইয়ুথ লীডারশিপ প্রশিক্ষণ প্রদান, বিশ্ব পরিচ্ছন্নতা দিবসের কার্যক্রম, গুজব ও নারী সুরক্ষা বিষয়ক কর্মশালা, জাতীয় পতাকার নিয়ম ও বিধিমালার প্রচার, ভোক্তা অধিকার আইনের সচেতনতা ক্যাম্পেইনিং, শীতার্তদের মাঝে কাপড় বিতরণ সহ ইত্যাদি। 

শুধু তাই নয় দক্ষিণ এশিয়ার দেশ সমূহের তরুণদের জন্য মডেল ইয়ুথ সার্ক সামিট, ডি-৮ ভুক্ত দেশের তরুণদের জন্য ইয়ুথ কনফারেন্স, নারী যুব সংসদ প্রতিষ্ঠা, ভারত-বাংলাদেশ যুব অধিবেশনের মাধ্যমে তরুণদের ইতিবাচক মনোভাব ও নেতৃত্ব বিকাশে তাঁর উদ্যোগ দেশ ও বিদেশের তরুণদের অনুপ্রাণিত করছে।  

জয়পুরহাট জেলার কৃতিসন্তান সরকার তানভীর আহমেদ তানিম রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স ডিগ্রি শেষ করে পিএইচডির জন্য প্রস্তুতি নিচ্ছেন। স্কুল থেকেই তিনি সমাজ সেবায় আগ্রহী হয়ে ওঠেন। 

দ্যি ডায়ানা অ্যাওয়ার্ড ছাড়াও তিনি বেশ কিছু জাতীয় পুরষ্কার অর্জন করেছেন। ২০০৯ সালে অর্জন করেন সাংবাদিক বজলুর রহমান স্মৃতিতে কেন্দ্রীয় খেলাঘর আসরের পদক যা বর্তমান মহামান্য রাষ্ট্রপতি জনাব মোঃ আব্দুল হামিদের কাছ থেকে গ্রহণ করেন। 

শুধু তাই নয় পরিবেশ রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৯ সালে তিনি অর্জন করে জাতীয় যুব বৃক্ষরোপণ পুরষ্কার যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব জাহিদ হাসান রাসেল।

দ্যি ডায়ানা অ্যাওয়ার্ডের সিইও মিস তেসি ওজো তাঁর বিশেষ বার্তায় বলেন, "আমরা যুক্তরাজ্য এবং সারাবিশ্ব জুড়ে নবাগত ডায়ানা পুরষ্কার প্রাপ্তদের অভিনন্দন জানাই যারা তাদের প্রজন্মের জন্য পরিবর্তন সাধন করবে। আমরা জানি এই সম্মান পেয়ে তারা আরও তরুণদের সাথে জড়িত হবে এবং সক্রিয় নাগরিক হিসাবে তাদের নিজস্ব যাত্রা শুরু করতে উদ্বুদ্ধ করবে"।

প্রিন্সেস ডায়ানা পুরষ্কারপ্রাপ্ত সরকার তানভীর আহমেদ তানিম বলেন, "দীর্ঘদিনের স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম ও দেশপ্রেম আমাকে দায়বদ্ধ করেছে। তাই অধ্যয়নের পাশাপাশি সামজিক কর্মকাণ্ডে সক্রিয় থেকে যথাসাধ্য চেষ্টা করছি সমাজে ইতিবাচক কিছু করতে। 

ইয়ুথ পার্লামেন্টের সকল যুব নেতাদের কাছে কৃতজ্ঞ। অত্যন্ত ছোট্ট পরিসরে আমাদের যাত্রা শুরু হলেও বর্তমানে আমরা একটি আন্তর্জাতিক যুব প্ল্যাটফর্ম হিসেবে সক্ষমতা অর্জন করতে পেরেছি। 

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতার শতবর্ষতে দ্যি ডায়ানা অ্যাওয়ার্ড অর্জন আমার পক্ষ থেকে দেশের মানূষের জন্য একটি উপহার। করোনার মধ্যে দ্যি ডায়ানা অ্যাওয়ার্ড অর্জন বাংলাদেশের জন্য কিছু করতে পারা বলে মনে করছি যা আমাকে ইতিবাচক কাজের প্রতি ভবিষ্যতেও অনুপ্রাণিত করবে। "

বাংলাদেশের জাতীয় সংসদ দেশের মানুষের আস্থার প্রতীক। সংসদের ভবিষ্যৎ প্রজন্ম তৈরিতে এখন থেকেই আমাদের সচেতন হতে হবে। সংসদীয় পদ্ধতি চর্চার মাধ্যমে একজন তরুণ দেশের সংবিধান, আইন ও রাষ্ট্রীয় ব্যবস্থার সাথে গণতান্ত্রিকভাবে যুক্ত থেকে নাগরিকবোধ ও দেশপ্রেমিক হয়ে অবদান রাখতে পারে। 

সরকার তানভীর আহমেদ এ বছর জেনেভায় অনুষ্ঠিত জাতিসংঘের ওএইচসিএইচআর এর গণহত্যা প্রতিরোধ সম্পর্কিত আন্তঃসভায় জাতিসংঘ থেকে দাপ্তরিক বৈধতা পান এবং ইয়ুথ পার্লামেন্টের হয়ে অংশগ্রহণ করে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন।

আমারসংবাদ/এআই