Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

কাতার আমির কাপ ফাইনালের টিকিট বিক্রি শুরু 

আরমান জাহিদ, কাতার থেকে

অক্টোবর ২, ২০২১, ০৮:২০ এএম


কাতার আমির কাপ ফাইনালের টিকিট বিক্রি শুরু 

এ বছরের আমির কাপ ফাইনালের টিকেট বিক্রি শুরু হয়েছে কাতারের আল রাইয়ান ও আল সা'দ স্টেডিয়ামে। 

শুক্রবার (২২ অক্টোবর) আল থুমামা স্টেডিয়ামে সন্ধ্যা ৭ টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। আল থুমামা স্টেডিয়াম ফিফা বিশ্বকাপ কাতার ২০২২ টুর্নামেন্টের অন্যতম একটি ভেন্যু। ভেন্যুটি আমির কাপ ফাইনালের মাধ্যমে উদ্বোধন করবে সুপ্রিম কমিটি অব ডেলিভারি অ্যান্ড লিগ্যাসি।

আমির কাপ ফাইনালে ২০, ৫০ ও ১০০ রিয়াল মূল্যের টিকেট tickets.qfa.qa. ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে। টিকেট সংগ্রহের পর টিকেটধারীরা বাধ্যতামূলকভাবে আমির কাপ ফ্যান আইডির জন্য আবেদন করতে হবে। আমির কাপ ফ্যান আইডির জন্য টিকেটধারীদের অবশ্যই পাসপোর্ট সাইজের একটি ছবি আপলোড করতে হবে।

১২ অক্টোবর থেকে কাতার ন্যাশনাল কনভেনশন সেন্টারে আমির কাপ ফ্যান আইডি বিতরণ শুরু হবে। প্রতিদিন সকাল ৭ টা থেকে রাত ১১ টা পর্যন্ত ফ্যান আইডি দেওয়া হবে। ফ্যান আইডি সংগ্রহ করতে গ্রাহকদের অবশ্যই কিছু নিয়ম মানতে হবে। নিয়মগুলো হলো:

১.কাতারি আইডি বা পাসপোর্ট, 
২.ফ্যান আইডি কনফার্মেশন ইমেইল বা এসএমএস, ৩.করোনার টিকা গ্রহণ বা করোনা থেকে সুস্থ হওয়ার সার্টিফিকেট
৪.মোবাইলে এহতেরাজ অ্যাপ দেখাতে হবে।  এবং
৫.ম্যাচের দিনে স্টেডিয়ামে প্রবেশের জন্য দর্শকদের অবশ্যই ফ্যান আইডি দেখাতে হবে।
ফ্যান আইডিধারীদের জন্য রয়েছে বিনামূল্যে মেট্রোতে যাতায়াতের সুযোগ। 

আমির কাপ ফ্যান আইডির জন্য ভিজিট করতে পারেন ওয়েবসাইট: https://ac21.qa।

আমারসংবাদ/কেএস