Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

সৌদিতে মাদক পাচারের সময় প্রবাসী সহ আটক ২৬

আব্দুল্লাহ আল মামুন, সৌদি আরব

অক্টোবর ৭, ২০২১, ০৬:২০ এএম


সৌদিতে মাদক পাচারের সময় প্রবাসী সহ আটক ২৬

সৌদি আরবের শহর জিজান, আসির, এবং নাজরান প্রদেশে ১৬১ কেজি গাঁজা এবং ২৬ টনেরও বেশি নেশাদ্রব্য পাচারের সময়  ২৬ জনকে আটক করেছে সৌদি বর্ডার গার্ড। 

সৌদি গেজেটের প্রতিবেদনের বরাত সৌদি বর্ডার পেট্রোল জানিয়েছে, তারা এই বিপুল পরিমাণ মাদক চোরাচালানের সাথে জড়িত থাকার অপরাধে ২৬ জনকে গ্রেপ্তার করেছে। 

গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৭ জন সৌদি নাগরিক এবং বাকি ৯ জন অবৈধ প্রবাসী। অবৈধ প্রবাসীদের মধ্যে ৬ জন ইথিওপিয়ান নাগরিক ও ৩ জন ইয়েমেনি নাগরিক।

সৌদি বর্ডার গার্ড এর মুখপাত্র লেফটেন্যান্ট কর্ণেন মিসফার বিন ঘানেম আল কারনি বলেন, জব্দ হওয়া গাঁজা এবং নেশা দ্রব্য পরবর্তী পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট পাঠানো হয়েছে এবং পাশাপাশি গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

আমারসংবাদ/এআই