Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

মালয়েশিয়া যেতে খরচ সহ যেসব সুবিধা পাবেন কর্মীরা

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ১৯, ২০২১, ১০:৪৫ এএম


মালয়েশিয়া যেতে খরচ সহ যেসব সুবিধা পাবেন কর্মীরা

কর্মী পাঠাতে  বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে শ্রম বাজার নিয়ে সমঝোতা চুক্তি (এমওইউ) সম্পন্ন হয়েছে। রোববার (১৯ ডিসেম্বর) মালয়েশিয়ার পুত্রজায়ায় চুক্তি সই হয়। এ স্মারকে বাংলাদেশের কর্মীদের জন্য বেশ কিছু সুবিধার কথা উল্লেখ করা হয়েছে।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সমঝোতা স্মারকের আওতায় বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়া প্রান্তের সব খরচ নিয়োগকর্তা বহন করবেন। যেমন-

  • রিক্রুটমেন্ট এজেন্সি নিয়োগ
  • মালয়েশিয়ায় নিয়ে যাওয়া ও তাদের আবাসন
  • কর্মে নিয়োজিত করা 
  • কর্মীর নিজ দেশে ফেরত পাঠানোর খরচ বহন করবে নিয়োগকর্তা 
  • নিয়োগকর্তা নিজ খরচে মালয়েশিয়ান রিক্রুটিং এজেন্ট নিযুক্ত করতে পারবেন
  • মালয়েশিয়ায় আসার পর বাংলাদেশি কর্মীর ইমিগ্রেশন ফি, ভিসা ফি, স্বাস্থ্য পরীক্ষার খরচ, ইনস্যুরেন্স–সংক্রান্ত খরচ, করোনা পরীক্ষার খরচ, কোয়ারেন্টিন–সংক্রান্ত খরচসহ সব ব্যয় মালয়েশিয়ার নিয়োগকর্তা বা কোম্পানি বহন করবে। 
  • নিয়োগকর্তা কর্মীর মানসম্মত আবাসন, বিমা, চিকিৎসা ও কল্যাণ নিশ্চিত করবেন।

উল্লেখ্য, দীর্ঘ তিন বছর বন্ধ থাকার পর গত ১০ ডিসেম্বর (শুক্রবার) বাংলাদেশ থেকে কর্মী নিতে অনুমোদন দেয় মালয়েশিয়া। বাংলাদেশ থেকে সব পেশার শ্রমিক নেওয়ার অনুমোদন দিয়েছে দেশটি। বিশেষ করে গৃহকর্মী, বাগান, কৃষি, উত্পাদন, পরিষেবা, খনি ও খনন এবং নির্মাণ খাতে বাংলাদেশি কর্মী নেবে দেশটি। 

এদিকে, গেলো ১৪ ডিসেম্বর প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ বলেন, কর্মীরা যাতে ১ লাখ ৫০ হাজার টাকার মধ্যে যেতে পারেন সে প্রচেষ্টা নেয়া হবে।
 
আমারসংবাদ/এআই