Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

সৌদিতে বিপুল পরিমাণ অ্যামফিটামিন মাদক বড়ি জব্দ, আটক ২ 

আব্দুল্লাহ আল মামুন, সৌদিআরব

ডিসেম্বর ৩০, ২০২১, ০৮:৫৫ এএম


সৌদিতে বিপুল পরিমাণ অ্যামফিটামিন মাদক বড়ি জব্দ, আটক ২ 

দশ লাখেরও বেশি অ্যামফিটামিন মাদক বড়ি সৌদিআরবে পাচারের সময় আটক করেছে সৌদি মাদকবিরোধী কর্তৃপক্ষ 

আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণের জেনারেল ডিরেক্টরেটের মুখপাত্র মেজর মোহাম্মদ আল-নুজাইদি বলেছেন গতকাল একটি অপরাধমূলক নেটওয়ার্কের মাদক পাচারে কার্যকলাপের তদন্তের ভিত্তিতে একটি কফি পার্সেলের ভিতরে লুকানো ১,০৭০,০০০টি অ্যামফিটামিন বড়ি আটক করা হয়।

সৌদি জাকাত, ট্যাক্স এবং কাস্টমস কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে সফল অভিযানটি শুরু করা হয় এবং এতে জড়িত পার্সেলের প্রাপক - চার সৌদি এবং দুজন ইয়েমেনি নাগরিককে গ্রেপ্তার করা হয়।

আল-নুজাইদি বলেন, তাদের বিরুদ্ধে প্রাথমিক আইনি পদক্ষেপ নেয়া হয়েছে এবং তাদের পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে।

কর্তৃপক্ষ নিরাপত্তা প্রতিবেদনের জন্য নির্ধারিত ফোন নম্বর (1910) বা আন্তর্জাতিক নম্বর (00966114208417) অথবা  ইমেলের মাধ্যমে (1910@zatca.gov.sa)  মাদকদ্রব্য পাচারকারীদের ধরার জন্য এবং সমাজকে রক্ষা করার জন্য জনসাধারণদেনর প্রতি আহ্বান জানিয়েছে।

সঠিক তথ্যদাতাদের আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা করা হয়েছে।

আমারসংবাদ/এআই