Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪,

গোল্ডেন গ্লোব জয় করলো ‘বয়হুড’

জানুয়ারি ১২, ২০১৫, ০৮:৪৪ এএম


গোল্ডেন গ্লোব জয় করলো ‘বয়হুড’

 

১২ বছর সময় ব্যয়ে নির্মিত রিচার্ড লিংকেটের চলচ্চিত্রটি ‘বয়হুড’ এ বছর গোল্ডেন গ্লোব পুরস্কারের সর্বোচ্চ সম্মননা জিতেছে। একই সাথে সেরা পরিচালক হিসেবে রিচার্ড লিংকেট পুরস্কার পেয়েছেন।

এছাড়া এই চলচ্চিত্রে অভিনয় করে প্যাট্রিসিয়া আর্কুয়েত্তে সেরা সহায়ক চরিত্রের পুরস্কার জিতেছেন।

পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিন্সের জীবনী নিয়ে নির্মিত ‘দ্য থিউরি অব এভরিথিং’ নামক চলচ্চিত্রে হকিন্সের নাম ভূমিকায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন ব্রিটিশ অভিনেতা এদ্দিই রেদমায়েন।

ব্রিটিশ অভিনেত্রী জাননে ফ্রগ্গাত টেলিভিশন বিভাগে ‘ডাউনটন অ্যাবে’ সিরিয়ালে ভাল অভিনয়ের সুবাদে শ্রেষ্ঠ টেলিভিশন পার্শ্ব অভিনেত্রীর এবং রূথ বিলসন একই বিভাগে ‘দ্য অ্যাফেয়ার’ নাটকে অভিনয়ের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ টিভি অভিনেত্রীর পুরস্কার লাভ করেছেন।মিউজিক্যাল/কমেডি বিভাগে ওয়েস অ্যান্ডারসন পরিচালিত ‘দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল’ সেরা ছবির পুরস্কার জিতেছে।

অন্যদিকে সর্বাধিক সাতটি মনোনয়ন পাওয়া আলেহান্ড্রো গঞ্জালেস ইনারিতুর ‘বার্ডম্যান’ চলচ্চিত্রটি পেয়েছে দুইটি বিভাগে-সেরা অভিনেতার পুরস্কার ঘরে তুলেছেন মাইকেল কিটন ও সেরা চিত্রনাট্য বিভাগে পুরস্কার জিতেছে চলচ্চিত্রটি।