Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

চলে গেলেন অভিনেতা খলিল

ডিসেম্বর ৭, ২০১৪, ০৬:৪১ এএম


চলে গেলেন অভিনেতা খলিল

  জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী ষাটের দশকের বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়ক অভিনেতা খলিলুল্লাহ খান খলিল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

রোববার বেলা ১১টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খ্যাতিমান এই অভিনেতা।

চলচ্চিত্র পরিচালক মুশফিকুর রহমান গুলজার এ তথ্য জানান। এদিকে তার এ আকস্মিক মৃত্যুতে চলচ্চিত্রাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

১৯৩৪ সালের ২ ফেব্রুয়ারিতে জন্ম নেন অভিনেতা খলিল। তিনি একাধারে টিভি ও চলচ্চিত্রে অভিনয় করেছেন। চলচ্চিত্রে তার অভিষেক হয় ১৯৫৯ সালে সোনার কাজল সিনেমার মাধ্যমে। এর পর নিয়মিতই ছোট পর্দায় এবং রুপালী জগতে তাকে দেখা গেছে। খলিল অভিনীত ছবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- পুনম কি রাত, ভাওয়াল সন্ন্যাসী, উলঝান, সমাপ্তি, তানসেন, নদের চাঁদ, পাগলা রাজা, বেঈমান, অলঙ্কার, মিন্টু আমার নাম, ফকির মজনুশাহ, কন্যাবদল, মেঘের পরে মেঘ, আয়না, মধুমতি, ওয়াদা, ভাই ভাই, বিনি সুতার মালা, মাটির পুতুল, সুখে থাকো, অভিযান, কার বউ, কথা কও, দিদার, আওয়াজ, নবাব ইত্যাদি।