Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২, ২৬ শ্রাবণ ১৪২৯

কারিনার মা কারিশমা!

বিনোদন ডেস্ক

ফেব্রুয়ারি ২৯, ২০২০, ১১:৪০ এএম


কারিনার মা কারিশমা!

মেন্টালহুড ওয়েব সিরিজ দিয়ে দীঘদিন পর পর্দায় ফিরেছেন বলিউডের এক সময়ের জনপ্রিয় নায়িকা কারিশমা কাপুর। এবার তাকে দেখা যেতে চলেছে বড় পর্দাতেও।

বোন কারিনার সঙ্গে জুটি বেঁধে ‘জুবেদা’র সিকুয়েলে কারিশমা কাজ করতে চলেছেন বলেই শোনা যাচ্ছে। ২০০১ সালে মুক্তি পেয়েছিল শ্যাম বেনেগাল পরিচালিত ছবি জুবেদা। ছবিটি জাতীয় পুরস্কারও পায়। ছবিতে কারিশমা ছাড়াও দেখা গিয়েছিল রেখা, মনোজ বাজপেয়ীর মতো অভিনেতাদের।

লেখক ও সিনেমা নির্দেশক খালিদ মুহম্মদ ‘দ্যা ইমপারফেক্ট প্রিন্স’ নামের একটি উপন্যাস নিয়ে কাজ করছেন। যেটি ‘জুবেদা’ সিকুয়েল হিসাবে আসতে চলেছে।

খালিদ মুহম্মদ নিজেই জুবেদা ছবির সিকুয়েলে দুই বোন কারিশমা ও কারিনা কাপুরকে কেন্দ্রীয় ভূমিকায় দেখতে চাইছেন।

কারিশমা-কারিনাকে মাথায় রেখেই চিত্রনাট্য লিখছেন খালিদ মুহম্মদ। সিনেমায় কারিশমা কাপুরের মেয়ের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে কারিনাকে। ফ্ল্যাশব্যাকে দেখানো হবে কারিশমাকে। কারিনা এই ছবির কেন্দ্রীয় চরিত্র।

আমারসংবাদ/জেআই