Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

অভিনেত্রী থেকে নার্স, করোনা আক্রান্তদের সেবায় নিযুক্ত বলি সুন্দরী

বিনোদন ডেস্ক

এপ্রিল ২, ২০২০, ১০:০৭ এএম


অভিনেত্রী থেকে নার্স, করোনা আক্রান্তদের সেবায় নিযুক্ত বলি সুন্দরী

মহামারি করোনা ভাইরাস কোভিড ১৯ এ আক্রান্ত রোগীদের সেবায় নিজেকে নিযুক্ত করলেন বলিউড অভিনেত্রী শিখা মালহোত্রা। তিনি স্বেচ্ছায় নার্স হয়ে প্রাণঘাতী ভাইরাসের বিরুদ্ধে লড়াই শুরু করেছেন। 

ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়, মুম্বাইয়ের যোগেশ্বরীর বালাসাহেব ঠাকুর ট্রমা সেন্টার হাসপাতালে রোগীদের সেবায় দেখা যাচ্ছে এখন শিখাকে।

এর আগে তাকে দেখা গিয়েছে শাহরুখ খানের ‘ফ্যান’ ছবিতে। গত ফেব্রুয়ারি মাসে মুক্তি পাওয়া ছবি ‘‌কাঁচলি’ তেও তিনি অভিনয় করেছেন।‌

ইনস্টাগ্রামে পোস্ট করে শিখা জানিয়েছেন, করোনা আক্রান্ত রোগীদের সেবায় নিজেকে নিযুক্ত করেছেন। কারো কোনও প্রয়োজন হলে নিঃসংকোচে তার সঙ্গে যোগাযোগ করতে পারেন।‌

তিনি এই কাজে তাদের ঝাঁপিয়ে পড়তে বলেছেন যাদের নার্সিংয়ে প্রশিক্ষণ রয়েছে।

নোভেল করোনা বা কোভিড–১৯ সারা বিশ্বের কাছেই অজ্ঞাত এক মহামারী। প্রতিদিন এই সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এই তথ্যকে সামনে রেখে শিখা জানিয়েছেন, সেবা কর্মের শিক্ষা নিয়ে এই মুহূর্তে তার পক্ষে ঘরে থাকা মানে দেশের প্রতি বিশ্বাসঘাতকতা করা। এই মুহূর্তে দেশে স্বাস্থ্যকর্মীর বড় অভাব। আমি একজন বিনোদনকর্মী হিসেবে আমার কাজ করেছি। এবার সময় হয়েছে স্বাস্থ্যকর্মী হিসেবে দেশের সেবা করা। তিনি যেন এই কাজে সফল হন তার জন্য সবার আশীর্বাদ চেয়েছেন।  

প্রসঙ্গত, বলিউডে অভিষেকের আগে শিখা দিল্লির বর্ধমান মহাবীর হাসপাতাল থেকে নার্সিংয়ে স্নাতক পর্যায়ের পড়াশোনা করেছেন। সফদরজং হাসপাতালের সঙ্গে যুক্তও ছিলেন।

আমারসংবাদ/জেআই