Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

মহলা মগন উৎসবে ‘হানড্রেড বাই হানড্রেড’

বিনোদন ডেস্ক

সেপ্টেম্বর ১৬, ২০২০, ১০:৩৪ এএম


মহলা মগন উৎসবে ‘হানড্রেড বাই হানড্রেড’

স্বাস্থ্যবিধি মেনে প্রাচ্যনাট আয়োজন করছে ‘মহলা মগন’ উঠান নাটকের মেলা- ২০২০। ‘অবসাদ বিরুদ্ধ স্রোত’ স্লোগান নিয়ে মাসব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হচ্ছে কাঁটাবনের প্রাচ্যনাটের নিজস্ব মহড়া কক্ষে।

আগামী শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় মঞ্চায়িত হবে ‘হানড্রেড বাই হানড্রেড’। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন সাইফুল জার্নাল। শুক্র ও শনিবার পর পর দু’দিন সন্ধ্যায় সোয়া সাতটায় নাটকটির দুটি প্রদর্শনী হবে। প্রতি প্রদর্শনীতে ২০ জন দর্শক নাটকটি দেখার সুযোগ পাবে।

নাটকের গল্পে দেখা যাবে, সাজু একটি পোশাক তৈরির কারখানায় কাজ করে। একটি অচেনা ভাইরাসের ভয়ে সারাদেশ যখন বন্ধ হয়ে যায়, থমকে যায়, শহর হয়ে যায় গ্রামমুখী। বেকার সাজুও সেই সুতার টানে ফিরে যায় নিজগ্রামে। একটু স্বস্তির নিশ্বাস নেয় ঘরে ফিরে, সময় কাটায় নতুন বউয়ের সঙ্গে। কিন্তু আতঙ্ক কাটে না। এক অচেনা শত্রুর ভয়ে সবাই থেমে যায়। এর মধ্যে সাজুর সুতায় টান পড়ে। শহরে কারখানায় হঠাৎ সাইরেন বেজে উঠে। এমনই এক গল্প নিয়ে এগিয়েছে ‘হানড্রেড বাই হানড্রেড’ নাটকের গল্প।

এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তানজিকুন, ফয়সল কবির সাদি, আরিফুল ইসলাম রুবেল, ফয়সল ইবনে মিজান, সৌর্ন্দয্য প্রিয়দর্শিনীসহ অনেকে।