Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

রজনীকান্তের লিঙ্গ নকল!

ডিসেম্বর ১২, ২০১৪, ০৬:৫১ এএম


রজনীকান্তের লিঙ্গ নকল!

   রজনীকান্ত অভিনীত ‘লিঙ্গ’র মুক্তি অনিশ্চিত। মামলার রায়ে জেরবার রজনীকান্তের টিম। শুক্রবার ছবি মুক্তি পেতে হলে জমা রাখতে হবে ১০ কোটি টাকা। এই রায় দিয়েছে মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই ডিভিশন বেঞ্চ। সিঙ্গল বেঞ্চে ছবি করিয়ে কেআর রথিনাম এক গুরুতর অভিযোগ এনেছেন।

লিঙ্গর গল্প নাকি তাঁর তৈরি ২০১৩ সালের “মুল্লাই ভনম ৯৯৯’ থেকে হুবহু টোকা। সিঙ্গল বেঞ্চ অবশ্য এই আবেদনকে গুরুত্ব দেয়নি। ‘লিঙ্গ’ মুক্তির ব্যাপারে কোনও স্থগিতাদেশ জারি করেনি৷ তাই রথিনাম ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন।

‘লিঙ্গ’র নির্মাতা, রকলীন ভেঙ্কটেশকে আদালতের কাছে ৫ কোটি টাকা নগদ এবং ৫ কোটি টাকার ব্যাঙ্ক গ্যারান্টি ১২ ডিসেম্বর বেলা ১২টার মধ্যে জমা রাখতে বলেছেন। তবেই ‘লিঙ্গ’র প্রিন্ট সিনেমা হলগুলিতে পাঠানো হবে।

রজনীকান্ত ছাড়া এই ছবিতে অভিনয় করেছেন সোনাক্ষী সিনহা।