Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

গুগল আতঙ্কে হলিউড!

ডিসেম্বর ১৪, ২০১৪, ১১:১৯ এএম


গুগল আতঙ্কে হলিউড!

  সম্প্রতি ফাঁস হয়ে পড়া ই-মেইলে দেখা গেছে সার্চ ইঞ্জিন গুগলের কারণে ভয় ও উদ্বেগের মাঝে আছে হলিউডের চলচ্চিত্রশিল্প। প্রধান মুভি কম্পানিগুলো মোশন পিকচার অ্যাসোসিয়েশন অব আমেরিকার (এমপিএএ) সঙ্গে একত্রে একটি প্রকল্পে কাজ করছে, যার মূল উদ্দেশ্য গুগলকে থামানো। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার।

'হ্যাক এগেইনস্ট সনির ফাঁস হওয়া ইমেইলে দেখা যায়, হলিউডের প্রতিষ্ঠানগুলো এমপিএএর সঙ্গে একত্রিত হয়ে 'গোলিয়াথ' ছদ্মনামের একটি প্রতিষ্ঠানকে থামানোর লক্ষ্য নিয়ে কাজ করছে। আর এ 'গোলিয়াথ' নামের প্রতিষ্ঠানটিই হলো গুগল।

এ বিষয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করে দ্য ভার্জ। তারা একটি ইমেইলের সূত্র ধরে জানায় এমপিএএ-র প্রধান আইনজীবী 'গোলিয়াথ'কে থামানোর জন্য নীতিনির্ধারণ করছেন।

হলিউডের দৃষ্টিতে গুগল তাদের প্রাইভেসি নষ্ট করে। হলিউডের পাইরেটেড মুভিগুলো অনলাইনে ছড়িয়ে দেওয়াই তাদের দৃষ্টিতে সবচেয়ে বড় সমস্যা।

সূত্র : ওয়েব সাইট