Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

রোকেয়া প্রাচীর নির্বাচনি প্রস্তুতি

বিনোদন প্রতিবেদক॥প্রিন্ট সংস্করণ

জুলাই ১৩, ২০১৭, ০৬:২৯ এএম


রোকেয়া প্রাচীর নির্বাচনি প্রস্তুতি

গুণী অভিনেত্রী রোকেয়া প্রাচী অভিনয়ের পাশাপাশি দীর্ঘদিন ধরে শ্রমিক আন্দোলনের সঙ্গে জড়িত। তিনি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেত্রী। টিভি ও চলচ্চিত্রের নন্দিত এ অভিনেত্রী এবার সরাসরি মানুষের সেবায় নিয়োজিত হতে চান। রোকেয়া প্রাচী জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন তিনি। ফলে দীর্ঘদিন ধরেই তিনি অভিনয়ের বাইরে সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডে নিজেকে যুক্ত করেছেন। জানা গেছে, ফেনী-৩ আসনের (সোনাগাজী ও দাগনভূঞা) সম্ভাব্য প্রার্থী হিসেবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন রোকেয়া প্রাচী। তার বাড়ি ফেনী জেলার সোনাগাজী এলাকায়। এরইমধ্যে ফেনী-৩ আসনের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন তিনি। আওয়ামী লীগের প্রার্থী হিসেবেই মনোনয়ন চাইবেন বলে জানিয়েছেন রোকেয়া প্রাচী। সম্প্রতি ফেনী শহরের জেল রোডের ফাইভ স্টার চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে রোকেয়া প্রাচীকে সমর্থন জানান জেলা শ্রমিক লীগের সভাপতি শামসুদ্দোহা দুলাল ও সাধারণ সম্পাদক জালাল আহম্মদ হাজারী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম। এ সময় স্থানীয় আওয়ামী লীগের নেতারা প্রাচীকে সমর্থন জানান। রোকেয়া প্রাচী বলেন, ‘একজন শিল্পী হিসেবে আমি অনেক কিছুই করতে পারি না। কিন্তু একজন সংসদ সদস্য হলে আমি এলাকার মানুষের জন্য অনেক কিছু করতে পারবো। দেশের উন্নয়নের চাকা বেগবান করতে, মুক্তিযুদ্ধের পক্ষ শক্তিকে এগিয়ে নিতে সর্বোপরি স্বাধীনতা ও সার্বভৌমত্ব বজায় রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। আগামী নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে সকল ভেদাভেদ ভুলে দলমত নির্বিশেষে সবাইকে কাজ করতে হবে। আমি সেই লক্ষ্যে নিজেকে প্রস্তুত রেখেছি।’