Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

মৎস্যকন্যার বেশে সামার সেলিব্রেশন

জুন ২৫, ২০১৫, ০৫:৪৫ এএম


মৎস্যকন্যার বেশে সামার সেলিব্রেশন

  গরম আসছে৷ শীতের বরফ ঢাকা খারাপ দিনের অবসান৷ আর তাই আনন্দ উদযাপনে সামিল হলেন বহু মানুষ৷ নিউ ইয়র্ক সিটির কোনি আইল্যান্ডে হয় এই সামার সেলিব্রেশন৷

প্রায় ৩৩ বছর ধরে চলে আসছে এই আনন্দের উৎসব৷ ১৯৮৩ সালে এক শনিবার গরমের প্রথম দিকে এই উৎসব শুরু হয়৷ শীতের ভয়ানক দিন শেষে গরমকে আবাহন করতে এই উৎসব তারপর থেকে নিয়মিত পালন করা হয়৷


২০১০ সালে প্রায় ১৪ সিলিয়ন মানুষের সমাগম হয়েছিল এই উৎসবে৷ এবার ৩৩ তম অনুষ্ঠানে জমায়েত হলেন কয়েক হাজার মানুষ৷ যদিও এ বছর মেঘলা আকাশ আর বৃষ্টি উৎসবের মেজাজে প্রভাব ফেলেছে, তবু আনন্দে মাতলেন সকলেই৷


নানারকম কর্মসূচি, নতুন নতুন প্রদর্শনীর মধ্য দিয়ে আমেরিকান কালচারকে তুলে ধরাই এই মারমেড প্যারেডের লক্ষ্য৷ ঐতিহ্য ও সংস্কৃতির শিকড়ের অভিমুখ খোঁজাই উদ্দেশ্য হলেও , আসলে একটা দিন হয়ে ওঠে যেমন খুশী তেমনভাবে উদযাপনের দিন৷


প্রথম কুইন মারমেড হয়েছিলেন আলিসন গুর্দি নামে এক গায়িকা৷ তারপর থেকে রাজা নেপচুন আর কুইন মারমেড সাজার ট্র্যাডিশন চলে আসছে এই অনুষ্ঠানে৷


সেমি ন্যুডিটি নিয়েও হয়েছে অনেক বিতর্ক৷ প্রায়শই এখানে পর্যটকদের দেখা যায় টপলেসে৷ সে নিয়ে পুলিশি ঝামেলা, বিতর্কও হয়েছে৷ তবে সব ছাপিয়ে আসন্ন গরমকে উপভোগ করতে বাঁধভাঙা আনন্দেই মেতে ওঠেন পর্যটকরা৷কলকাতা২৪।