Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

ভালো আছেন কাঙ্গালিনী সুফিয়া

বিনোদন প্রতিবেদক

নভেম্বর ৩০, ২০২০, ০৮:০৫ এএম


ভালো আছেন কাঙ্গালিনী সুফিয়া

গতকাল দেখা গেছে লোকসংগীতের কিংবদন্তি শিল্পী কাঙ্গালিনী সুফিয়ার মৃত্যুর গুজব খবরটি সন্ধ্যার পর থেকে ফেসবুকের মাধ্যমে খবরটি ভাইরাল হলে শোবিজে অস্থিরতা দেখা দেয়। পরে তার পরিবারের কাছে খোঁজ নিয়ে নিশ্চিত হওয়া গেছে, ভালো আছেন কাঙ্গালিনী সুফিয়া। বর্তমানে সাভারের নিজ বাসায়ই রয়েছেন এই শিল্পী।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন, কাঙ্গালিনী সুফিয়ার সার্বক্ষণিক সঙ্গী ও শিষ্য বাউল জাহাঙ্গীর।

তিনি বিরক্তি প্রকাশ করে বলেন, ‘শিল্পী ভালোই আছেন। তবে অনেক অসুখ রয়েছে তার। নিয়মিত ওষুধ খাচ্ছেন। অনেকেই ফোন করে বিষয়টি জানতে চাইছেন। এটা খুব খারাপ। মানুষের মরণ নিয়ে মজা করা ঠিক নয়। গুজব না ছড়িয়ে সবাই ওনার জন্য দোয়া করবেন।’

অনেক দিন ধরেই কিডনি, হার্ট ও বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন কাঙ্গালিনী সুফিয়া। তার শারীরিক অবস্থা আশংকাজনক।

কাঙ্গালিনী সুফিয়ার প্রকৃত নাম টুনি হালদার। তিনি ১৯৬১ সালে জন্মগ্রহণ করেন। সুফিয়া বাংলাদেশের জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পীদের অন্যতম। ‘কোনবা পথে নিতাইগঞ্জে যাই’, ‘পরাণের বান্ধবরে, বুড়ি হইলাম তোর কারণে’, ‘নারীর কাছে কেউ যায় না’, ‘আমার ভাটি গাঙের নাইয়া’ গানের জন্য তিনি বিখ্যাত। সুফিয়া এদেশের সংগীতপ্রেমীদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।

গানের স্বীকৃতিস্বরূপ কাঙ্গালিনী সুফিয়া ৩০টি জাতীয় ও ১০টি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন।

আমারসংবাদ/এমআর