Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

না ফেরার দেশে সংগীত প্রযোজক সেলিম খান

বিনোদন প্রতিবেদক

ডিসেম্বর ১০, ২০২০, ১০:০০ এএম


না ফেরার দেশে সংগীত প্রযোজক সেলিম খান

না ফেরার দেশে চলে গেলেন দেশের বৃহৎ অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতার কর্ণধার সেলিম খান। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ৭টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।

সেলিম খান করোনায় আক্রান্ত হয়ে গত ৪ ডিসেম্বর নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন । গতকাল (৯ ডিসেম্বর) দুপুরে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। টানা ২০ ঘণ্টা লাইফ সাপোর্টে রাখার পর আজ (১০ ডিসেম্বর) সকালে মারা যান তিনি। খবর নিশ্চিত করে জানিয়েছেন সংগীত প্রযোজকদের সংগঠন এমআইবি’র মহাসচিব ও প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি’র কর্ণধার এসকে সাহেদ আলী পাপ্পু ।

বৃহস্পতিবার বাদ আসর নগরীর লক্ষ্মীবাজারে সেলিম খানের বাসভবনের সামনে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর জুরাইন কবরস্থানে তাকে দাফন করা হবে।

আশির দশকে সেলিম খান প্রতিষ্ঠা করেন প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতা। নিজের মেধা-শ্রম দিয়ে দেশের সবচেয়ে বড় সংগীত প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলেন এটিকে।

আমারসংবাদ/এমআর