Amar Sangbad
ঢাকা বুধবার, ১৮ মে, ২০২২, ৪ জ্যৈষ্ঠ ১৪২৯

মুফতি স্বামীকে নিয়ে একি বললেন সানা খান

বিনোদন ডেস্ক

ডিসেম্বর ১৪, ২০২০, ০৮:৩০ এএম


বলিউড অভিনেত্রী সানা খান। সম্প্রতি গুজরাটের এক মাওলানাকে বিয়ে করেছেন তিনি। দ্বীনের পথে চলার ঘোষণা দিয়ে অভিনয় ছেড়েই মাওলানার সঙ্গে গাঁটছড়া বাঁধেন সানা খান। চলতি বছরের অক্টোবরে বিনোদন অঙ্গনকে বিদায় জানানোর ঘোষণা দেন তিনি।

এরপর ২০ নভেম্বর মুফতি আনাস সাঈদে বিয়ে করেন সানা। এরপর থেকে তারা রয়েছেন আলোচনায়।

সম্প্রতি অভিনেত্রী সানা খান কাশ্মীরে হানিমুনে গিয়েছেন। হানিমুনে স্বামীর সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলোর ছবি তুলে একের পর এক পোস্ট করেই চলেছেন সামাজিক মাধ্যমে।  

কাশ্মীরের গুলমার্গে স্বামীর জন্মদিন উদযাপন করেছেন সানা। ইনস্টগ্রামেও প্রকাশ করেছেন ছবি। সেখানে উর্দুতে স্বামীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ‘সেরা স্বামী’র আখ্যা দিয়েছেন তিনি। 

ইনস্টাগ্রাম স্টোরিতে মুফতির একটি ছবি পোস্ট করে সানা লেখেন, আল্লাহ তোমাকে সবসময় সুস্থ রাখুন এবং তোমার সঙ্গেই যেন জান্নাতে যেতে পারি।  

২০০৫ সালে বলিউডে যাত্রা শুরু হয় মডেল ও অভিনেত্রী সানা খানের। তবে তিনি ২০১৩ সালে রিয়্যালিটি শো ‘বিগ বস ৬’-এর মাধ্যমে সবার কাছে পরিচিতি পান। গ্ল্যামার দুনিয়ায় নিয়মিতই কাজ করে যাচ্ছিলেন তিনি।

আমারসংবাদ/এমআর