Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

অনির্দিষ্ট কালের জন্য স্থগিত গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬৩ম আসর

বিনোদন ডেস্ক

জানুয়ারি ৬, ২০২১, ১০:৩৫ এএম


অনির্দিষ্ট কালের জন্য স্থগিত গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬৩ম আসর

গতবছরের শেষ দিন হওয়ার কথা ছিল গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬৩ম আসর। কিন্তু করোনার কারণে অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করা হয়েছে সংগীত শিল্পের সবচেয়ে বড় ও মর্যাদাকর পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ড। 

তথ্যটি নিশ্চিত করে অনুষ্ঠানটির আয়োজকরা জানিয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ও লস অ্যাঞ্জেলসে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় এ আসর আগামী ১৪ মার্চ বসবে।

গত নভেম্বরে গ্র্যামি অ্যাওয়ার্ড-২০২১ এর মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। বিয়ন্স নোলস, টেইলর সুইফট ও ডুয়া লিপা মনোনয়ন পাওয়াদের মধ্যে এগিয়ে রয়েছেন।

গ্র্যামি অ্যাওয়ার্ড পরিচালনা করে রেকর্ডিং একাডেমি। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, আমাদের সংগীত গোষ্ঠী এবং অনুষ্ঠানটির আয়োজনে নিরলস কাজ করা শত শত ব্যক্তির স্বাস্থ্য ও নিরাপত্তার চেয়ে আর গুরুত্বপূর্ণ কিছু নেই।

এবারের আয়োজন উপস্থাপনা করার কথা ছিল ৩৬ বছর বয়সী দক্ষিণ আফ্রিকান কমেডিয়ান ট্রেভর নোয়াহর। তবে তিনিই উপস্থাপনা করবেন কিনা, সে ব্যাপারে পরে আর স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আমারসংবাদ/এমআর