Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

শিক্ষার্থীদের স্মার্টফোন দিচ্ছেন সোনু সুদ

বিনোদন ডেস্ক

জানুয়ারি ১২, ২০২১, ০৯:১৫ এএম


শিক্ষার্থীদের স্মার্টফোন দিচ্ছেন সোনু সুদ

লকডাউন শুরু হওয়ার পর থেকেই মানুষের সেবায় নিয়জিত ছিলেন বলিউড অভিনেতা সোনু সুদ। কখনো পরিযায়ী শ্রমিকদের নিরাপদে বাড়িতে পৌঁছে দিয়ে, কখনো বা বিদেশে আটকে পড়া পড়ুয়াদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়ে কিংবা  অসহায় বৃদ্ধদের মাঝে শীতের পোশাক বিতরণ করে সবার প্রশংসা কুড়িয়েছেন তিনি। গোটা দেশের মানুষের কাছে হয়ে উঠেছেন 'মসিহা' ।

এবার শিক্ষার্থীদের জন্য নতুন আরও একটি উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন সোনু সুদ।

 লকডাউনের মধ্যে শিক্ষার্থীরা যেন নিজেদের মতো করে অনলাইনে ক্লাস চালিয়ে যেতে পারে, তার জন্য স্মার্টফোন দেওয়ার ব্যবস্থ করেছেন এই অভিনেতা।

পঞ্জাব, মুম্বই, অন্ধ্রপ্রদেশ এবং তেলাঙ্গানার বেশ কয়েকটি জায়গায় ১০০  শিক্ষার্থীদের স্মার্টফোন দিয়েছেন তিনি। 

এছাড়াও তিনি একটি প্ল্যাটফর্ম করেছেন, যেখানে স্মার্টফোনের অভাবে যারা ক্লাস করতে পারছেন না, তারা সেখানে আবেদন করলেই হাতে পেয়ে যাবে স্মার্টফোন। 

তবে সম্প্রতি বিএমসির অনুমতি ছাড়া মুম্বইয়ে বসত বাড়িকে হোটেলে পরিণত করা নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন তিনি। যদিও সোনুর দাবি তিনি বিএমসির নির্দেশ অমান্য করেননি। কাগজপত্র হাতে না পেলে, হোটেলকে আবার বসত বাড়িতে পরিণত করে দেবেন বলেও জানান তিনি।

আমারসংবাদ/এডি