Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

কী নাম রাখা হলো জুনিয়র বিরুষ্কার?

বিনোদন ডেস্ক

জানুয়ারি ১২, ২০২১, ১১:৩৫ এএম


কী নাম রাখা হলো জুনিয়র বিরুষ্কার?

অবশেষে দৃঢ় প্রতীক্ষার পর আগমন হয়েছে জুনিয়র বিরুষ্কার। মেয়ের আগমনের সুখবর নিজেই টুইট করে জানিয়েছেন বিরাট। এরপর থেকেই জুনিয়র বিরুষ্কাকে দেখার জন্য মুখিয়ে ছিলেন অনুরাগীরা। এছাড়াও বিরুষ্কা তাদের মেয়ের নাম কী রাখবেন সেই ভাবনায় এখন উত্তাল সোশ্যাল মিডিয়া। 

তবে কী নাম রাখা হলো জুনিয়র বিরুষ্কার?

পিপিং মুন নামের ভারতীয় একটি ওয়েব পোর্টা-এর দাবি, জুনিয়র বিরুষ্কার নাম রাখা হয়েছে আনভি। 

আনভি শব্দের অর্থ মহালক্ষ্মী। এছাড়াও কথিত আছে, আনভি বনের দেবী। 

অনেকে ধারণা করছেন প্রকৃতি ও জীব প্রেমী হওয়ার কারণে বিরুষ্কা আনভি নামটিই বেঁছে নিয়েছেন তাদের মেয়ের জন্য। 
  
জানা যায়,কোহলি-অনুষ্কার মেয়ের নামকরণ করেছেন মহারাজ অনন্ত বাবা।
 
বিরাট ও আনুস্কা দুজনই মহারাজ অনন্ত বাবাকে শ্রদ্ধা করেন। এছাড়াও বিরুষ্কার বিয়ের তারিখ থেকে শুরু করে বাড়ি কেনাতেও মহারাজ অনন্ত বাবার সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। 

প্রসঙ্গত,  সোমবার (১১ জানুয়ারি) বিরাট কোহলি এবং আনুস্কার শর্মার ঘর আলো করে এসেছে নতুন সদস্য। বিরাট টুইট করে সবাইকে এই তার বাবা হওয়ার খুশির খবর দিয়েছেন। টুইট করে বিরাট জানান, দুই থেকে তিন জন হয়েছেন তারা। তাদের ঘর আলো করে কন্যা সন্তানের জন্ম হয়েছে। সদ্যোজাত ও তাঁর মা, সুস্থ আছেন। 

আমারসংবাদ/এডি