Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

তৌসিফের বিরুদ্ধে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

বিনোদন ডেস্ক

জানুয়ারি ১৭, ২০২১, ০৯:২০ এএম


 তৌসিফের বিরুদ্ধে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

অভিনয়ে সুযোগ দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে অভিনেতা তৌসিফ মাহবুবের বিরুদ্ধে।

শনিবার (১৬ জানুয়ারি) রাজধানীর হাতিরঝিল থানায় শামসুন্নাহর কনা নামে এক গৃহবধূ এই অভিযোগ করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, ১৮ মাস আগে ফেসবুকে তৌসিফের সঙ্গে পরিচয় হয় তার। এরপর নাটকের নায়িকা বানাবেন বলে বিভিন্ন সময় তার কাছ থেকে ৫ লাখ টাকা নিয়েছেন তৌসিফ।

তবে এই অভিযোগকে সম্পুর্ন মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন তৌসিফ।

রোববার (১৭ জানুয়ারি) মধ্যরাতে ধানমণ্ডি মডেল থানায় এ অভিযোগ মিথ্যা উল্লেখ করে পাল্টা সাধারণ ডায়েরিও (জিডি) করেন তিনি। 

জিডিতে তৌসিফ উল্লেখ করেছেন, তার বিরুদ্ধে শামসুন্নাহার কনার আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে সামাজিকভাবে হেয় করার জন্যেই এই অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে তৌসিফ জানান, তার আইডি ভেরিফায়েড করা। কেউ ভুল জায়গায় গিয়ে প্রতারণার শিকার হলে তার দায়ভার তিনি নিবেন না।

এছাড়াও ঐ নারীর বিরুদ্ধে মানহানি মামলা করবেন বলেও জানান তিনি। 

আমারসংবাদ/এডি