Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

সাড়া ফেলেছে মোশারফ করিমের ‘ডিকশনারি’র ট্রেলার

বিনোদন ডেস্ক

জানুয়ারি ২৮, ২০২১, ১১:১৫ এএম


 সাড়া ফেলেছে মোশারফ করিমের ‘ডিকশনারি’র ট্রেলার

ঢালিউড পেরিয়ে এবার টালিউডে আবির্ভাব হয়েছে জনপ্রিয় অভিনেতা মোশারফ করিমের। ব্রাত্য বসু পরিচালিত ‘ডিকশনারী’ সিনেমার মধ্যে দিয়েই যাত্রা শুরু হতে যাচ্ছে তার। মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেলারও।ইতোমধ্যে বেশ সাড়া ফেলেছে ট্রেলারটি।

অসম বয়সি দাম্পত্য সম্পর্ক, বিবাহ বহির্ভূত প্রেম-ভালবাসা, সম্পর্কের জটিল ধাঁধায় বোনা হয়েছে সিনেমাটির গল্প। 

লেখক বুদ্ধদেব গুহর দু’টি ছোটগল্প ‘স্বামী হওয়া’ এবং ‘বাবা হওয়া’ অবলম্বনে সিনেমাটি তৈরি করা হয়েছে। দীর্ঘ বছর দশেক পর ফের পরিচালকের আসনে তিনি। লেখকের দুটো গল্প নিয়ে নিজের মতো করে চিত্রনাট্য সাজিয়েছেন।

সিনেমাটি ২ টি প্লটে সাজানো হয়েছে। একটি প্লটে দেখা যাবে স্মিতা-অশোকের দাম্পত্য জীবনের গল্প। অন্যদিকে, আরেকটা প্লটে রয়েছে ‘বাবা হওয়া’র গল্প। যেখানে মূল ভূমিকায় অভিনয় করছেন মোশারফ করিম। 

মোশারফ করিম এখানে একজন বাবা চরিত্রে অভিনয় করেছেন। যিনি কম পড়াশোনা জানা একজন ব্যবসায়ী। নিজে সেভাবে পড়াশোনা না করতে পারলেও ছেলের পড়াশোনার জন্য কোনো কমতি রাখেন না তিনি। 

এই সিনেমায় মোশারফের স্ত্রীয়ের ভূমিকায় অভিনয় করেছেন পৌলমী বসু। মোশারফ করিম ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন আবীর চট্টোপাধ্যায় এবং নুসরত জাহান।

ফিরদাসৌল হাসান প্রযোজিত এবং ব্রাত্য বসু পরিচালিত ‘ডিকশনারি’ সিনেমাটি মুক্তি পাবে ১২ ফেব্রুয়ারি। 

আমারসংবাদ/এডি