Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

বাদ জোহর জানাজা, দাফন জুরাইন কবরস্থানে

বিনোদন ডেস্ক

ফেব্রুয়ারি ২০, ২০২১, ০৬:৩৫ এএম


বাদ জোহর জানাজা, দাফন জুরাইন কবরস্থানে

পর্দার উজ্জ্বল নক্ষত্র এটিএম শামসুজ্জামান আজ সব পেছনে ফেলে পাড়ি জমিয়েছেন দূর আকাশে। 

শনিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় সূত্রাপুরের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মেয়ে কোয়েল আহমেদ।

আজ বাদ জোহর তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অভিনেতার  ছোট ভাই রতন জামান।

তিনি জানান, বাদ জোহর এটিএম শামসুজ্জামানের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ আসর জুরাইন কবরস্থানে তাকে দাফন করা হবে।

এছাড়াও তার শেষ ইচ্ছা অনুযায়ী নারিন্দার পীর সাহেব তার গোসলের প্রক্রিয়া সম্পন্ন করবেন।

তবে তার মরদেহ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) নেয়া হবে না বলে জানিয়েছেন মেয়ে কোয়েল আহমেদ।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন এটিএম শামসুজ্জামান। রক্তে অক্সিজেন লেভেল কমে যাওয়ায় গত বুধবার সকালে পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিলো। কিন্তু হাসপাতালে থাকতে না চাওয়ায় শুক্রবার বিকেলে তাকে বাসায় নিয়ে আসা হয়। পরে আজ সকালে তার মৃত্যু হয়। 

আমারসংবাদ/এডি