Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

চুলচেরা বিশ্লেষণে সেরা ১০ সুন্দরী চূড়ান্ত

বিনোদন ডেস্ক

মার্চ ৪, ২০২১, ১১:৪০ এএম


 চুলচেরা বিশ্লেষণে সেরা ১০ সুন্দরী চূড়ান্ত

গ্রুমিং পর্ব আর বিভিন্ন অনুশীলন কার্যক্রমে অংশগ্রহণের উপর ভিত্তি করে, চুলচেরা বিশ্লেষণের পর সেরা ১০ সুন্দরী উঠে এসেছে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’- এর চূড়ান্ত পর্বে।

আয়োজকরা জানান, গত ১৩ জানুয়ারি এই প্রতিযোগিতার নিবন্ধন শুরু হয় এবং শেষ হয় ৪ ফেব্রুয়ারি। এ বছর প্রতিযোগিতায় নিবন্ধন করেন ৯ হাজার ২৫৬ জন প্রতিযোগী এবং প্রাথমিক বাছাইয়ের পরে অডিশনের জন্য ডাক পান পাঁচ শতাধিক প্রতিযোগী।

এরপর গত ১১ ফেব্রুয়ারি একটি লাইভ অডিশনের মাধ্যমে নির্বাচিত হন সেরা ৫০ প্রতিযোগী এবং দেশের বাইরে থেকে যোগদানকারী প্রতিযোগীদের একটি ভার্চুয়াল অডিশন অনুষ্ঠিত হয় ১৩ ফেব্রুয়ারি।

এরপর ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হয় এই ৫০ জন প্রতিযোগীর বিশেষ একটি গ্রুমিং সেশন। ঢাকার রেডিসন ব্লু হোটেল-এ গত কিছুদিন ধরে নানান অনুশীলন, কার্যক্রম, গ্রুমিং, ট্রেনিং ও অধ্যবসায়ের মধ্য দিয়ে যাচ্ছেন প্রতিযোগীরা। এবার নিজেদেরকে তারা আরেকবার প্রমাণ করলেন। কেউ মন খারাপ করে বাড়ি ফিরলেন আর কেউ খুশিতে আত্মহারা হয়ে গ্র্যান্ড ফিনালের প্রস্তুতি নিচ্ছেন। 

নির্বাচিত সেরা ১০ জন প্রতিযোগী হলেন- অনকিতা দে, আপনা চাকমা, ফারজানা আকতার এ্যানি, ফারজানা ইয়াসমিন, ফাতেমা তুজ জহুরা, মারিয়াম আহমেদ, মাসুদা খান, নিদ্রা দে, তানজিয়া জামান মিথিলা এবং তৌহিদা তাসনিম তিফা।

অডিশন পর্বে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন প্রিয়তা ইফতেখার (মিস কালচার ওয়ার্ল্ডওয়াইড ২০১৮), ফ্যাশন ডিজাইনার শাহরুখ আমিন, আইস টুডের ফ্যাশন এডিটর গৌতম সাহা এবং মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯-এর প্রথম রানারআপ আলিশা ইসলাম।

চূড়ান্তপর্বের বিচারক হিসেবে থাকবেন গায়ক তাহসান রহমান খান এবং অভিনেত্রী বিদ্যা সিনহা মীম।

আয়োজকরা জানান, আগামী ২০ মার্চ ঢাকায় অনুষ্ঠিত হবে জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা। আগামী মে মাসে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ‘মিস ইউনিভার্স ২০২০’ প্রতিযোগীতার ৬৯তম মূল মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ‘ফ্লোরা ব্যাংক মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’ -এর মুকুট বিজয়ী।

আমারসংবাদ/এডি