Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

মিস ইউনিভার্স থেকে বাদ পড়লেন মিথিলা, নেপথ্যে...

বিনোদন ডেস্ক

এপ্রিল ২০, ২০২১, ০৮:৫০ এএম


মিস ইউনিভার্স থেকে বাদ পড়লেন মিথিলা, নেপথ্যে...

সদ্যই জিতে নিয়েছেন মিস ইউনিভার্স বাংলাদেশ-২০২০ এর মুকুট। মুকুট জেতার আগে থেকেই শুরু হয়েছে বিতর্ক। তার বিরুদ্ধে নিয়ম ভেঙে অডিশনে অংশ নেওয়ার অভিযোগ তোলেন আর এক প্রতিযোগী শান্তা পাল। তবে সব বিতর্ককে পেছনে ফেলে জিতে নেন সেরার মুকুট। কিন্তু মুকুট জিতে নেওয়ার পরও বয়স নিয়ে বিতর্কে জড়াতে হয় মিস ইউনিভার্স তানজিয়া জামান মিথিলাকে। এছাড়াও পুরুষদের শৌচাগারে গোপন ক্যামেরায় একজনের ভিডিও চিত্র ধারণ করে ফেসবুকে প্রকাশ করায় বিতর্কের মুখে পড়তে হয় এই সুন্দরীকে। 

বিজয়ী হওয়ায় কথা  ছিল ‘মিস ইউনিভার্স ২০২০’ প্রতিযোগিতার ৬৯তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন মিথিলা। সে অনুযায়ী মূল প্রতিযোগিতার ওয়েবসাইটে উঠেছিল তার নাম। ভোট দেওয়ারও সুযোগ ছিল। কিন্তু রোববার (১৯ এপ্রিল) মিস ইউনিভার্সের ওয়েবসাইট ঘুরে কোথাও মিথিলার নাম খুঁজে পাওয়া যায়নি।

তবে কেন সরিয়ে দেওয়া হলো মিথিলার নাম!

এর কারণ খুঁজে পাওয়া গেছে গণমাধ্যেমের হাতে আশা  তিনটি স্ক্রিনশট থেকে। তিনটি স্ক্রিনশটের একটি বিউটি পেজেন্টদের নিয়ে কাজ করা ‘সাশ ফ্যাক্টর’ নামের অনলাইন ম্যাগাজিনের, আরেকটি ‘মিস ইউনিভার্স আপডেট’ নামের একটি গ্রুপের এবং অন্যটি ‘পেজেন্ট ফেনাটিক’ নামের একটি পেজের।

বিউটি পেজেন্টদের নিয়ে কাজ করা ‘সাশ ফ্যাক্টর’ অনলাইন ম্যাগাজিনে মিথিলার বয়স লুকোচুরি এবং যৌন হয়রানির বিষয়টিও তুলে ধরে। সেখানে উল্লেখ করা হয়, ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০ তানজিয়া জামান মিথিলাকে ঘিরে অনেক বিতর্ক দেখা যাচ্ছে। অনেক বাংলাদেশি বিউটি পেজেন্টরা মিথিলাকে নিয়ে হতাশা ব্যক্ত করেছেন এবং তাকে মূল প্রতিযোগিতার জন্য সাপোর্ট করছেন না।’

এছাড়াও ম্যাগাজিনটি তাদের পোস্টে মিথিলাকে নিয়ে নেটিজেনদের মতামতও জানতে চেয়েছে। তাতে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ মিথিলাকে সমর্থন করলেও অনেকে তাকে সমর্থন না করার পক্ষে মতামত দিয়েছেন।
 
অন্যদিকে, ‘মিস ইউনিভার্স আপডেট’ নামের স্ক্রিনশটে লেখা আছে,‘মিস ইউনিভার্সের অ্যাপ থেকে মিস ইউনিভার্স বাংলাদেশকে সরিয়ে দেওয়া হয়েছে।’

এদিকে, ‘পেজেন্ট ফেনাটিক’ পেজে দেওয়া পোস্টে লেখা হয়, ‘মিস ইউনিভার্সের ওয়েবসাইট এবং অ্যাপ থেকে মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০ তানজিয়া জামান মিথিলার ছবি এবং প্রোফাইল সরিয়ে দেওয়া হয়েছে। কিছু প্রতিবেদন অনুযায়ী মিস ইউনিভার্সের প্রতিযোগিতার জন্য তার বয়স বেশি। অনেক বাংলাদেশি পেজেন্ট ফ্যান তাকে সমর্থন করছে না বির্তকের কারণে।’

[media type="image" fid="120683" layout="normal" caption="1" infograph="0" parallax="0" popup="1"][/media]

তবে মূল আয়োজনের ওয়েবসাইট থেকে মিথিলার প্রোফাইল সরিয়ে দেওয়া প্রসঙ্গে মিস ইউনিভার্স বাংলাদেশের পক্ষ জানানো হয় ভিন্ন কথা।

মিস ইউনিভার্স বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, ‘লকডাউন এবং ভ্রমণ নিষেধাজ্ঞা থাকার কারণে তারা প্রস্তুতি শেষ করতে না পারায় এবারের আসরে অংশ নিতে পারছেন না। বিষয়টি মূল আয়োজকদের এই সপ্তাহে জানানো হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) এ বিষয়ে মুখ খুলেছেন মিথিলাও। তিনি বলেন, লকডাউনের কারণে তিনি ভিসা আবেদন করতে পারেননি। 

[media type="image" fid="120685" layout="normal" caption="1" infograph="0" parallax="0" popup="1"][/media]

বয়সের ব্যাপারে এক সাক্ষাৎকারে মিথিলা বলেছিলেন,‘সবাই গুগল করে বলছেন আমার জন্ম ৩১ জানুয়ারি ১৯৯২। এটা মিথ্যা কথা। বয়সের কোনো তথ্য আমি গোপন করিনি। আমার এসএসসির সনদে যে জন্ম তারিখ ও সাল লেখা আছে, সেটা সত্য নয়। আমার জন্মনিবন্ধন, ভোটার আইডি, পাসপোর্ট সবকিছুতে লেখা আছে, ১৯৯৪ সালের জানুয়ারিতে আমার জন্ম।’

কিন্তু পরে দেখা যায় মিথিলার এসএসসি সনদ এবং পাসপোর্টে তার জন্ম ৩১ জানুয়ারি ১৯৯২। 

তাহলে কি সাক্ষাৎকারে মিথ্যা তথ্য দিয়েছেন মিথিলা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপনারা এত পেঁচান কেন? সবকিছুতে নেগেটিভ খুঁজে বেড়ান কেন? আমি কোনো ভুল তথ্য দেইনি। ১৯৯২ হলেও আমি কোয়ালিফাইড, ১৯৯৪ হলেও আমি কোয়ালিফাইড। আর বয়সের বিষয়টি মিস ইউনিভার্স বুঝবে। তাদের কাছে সব তথ্য দেওয়া আছে।’

আমারসংবাদ/এডি