Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

করোনা রোগীদের সেবায় অক্ষয়ের কোটি টাকার অনুদান

বিনোদন ডেস্ক

এপ্রিল ২৬, ২০২১, ০৬:১৫ এএম


করোনা রোগীদের সেবায় অক্ষয়ের কোটি টাকার অনুদান

বলিউডের জনপ্রিয় তারকা অক্ষয় কুমার। তিনি কেবল একজন ভালো অভিনেতা নন, একজন ভালো মানুষও বটে। ভারতে করোনার এই কঠিন সময়ে যখন অন্যান্য তারকারা অবসর কাটাতে বিদেশ পাড়ি দিচ্ছেন, সেসময় অসহায় করোনা রোগীদের জন্যে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অক্ষয়। 

দিল্লিতে সাবেক ক্রিকেটার তথা বিজেপি নেতা গৌতম গম্ভীরের এনজিও-তে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য এক কোটি টাকা দিয়েছেন অভিনেতা।

শুধু রোগীদের জন্য নয়, এ অতিমারি আবহে যারা যারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সবাইকে সাহায্য করবে অক্ষয় কুমারের এ অনুদান। 

দুঃসময়ে প্রিয় অভিনেতার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তার অনুরাগীরা।

শনিবার (২৫ এপ্রিল) অভিনেতার এ মানবিক উদ্যোগের কথা নিশ্চিত করেছেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক তারকা গৌতম গম্ভীর। 

সোশ্যাল হ্যান্ডেল টুইটারে তিনি লেখেন, ‘এই অন্ধকার সময়ে প্রত্যেকটা সাহায্য এক একটা আশার আলো নিয়ে আসে। গৌতম গম্ভীর ফাউন্ডেশনে ১ কোটি টাকা দেওয়ার জন্য অক্ষয় কুমারকে অনেক ধন্যবাদ। এই টাকা অভাবী মানুষের ওষুধ, খাবার প্রভৃতি জোগাতে কাজে লাগবে।’

[embed]<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Every help in this gloom comes as a ray of hope. Thanks a lot <a href="https://twitter.com/akshaykumar?ref_src=twsrc%5Etfw">@akshaykumar</a> for committing Rs 1 crore to <a href="https://twitter.com/hashtag/GGF?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#GGF</a> for food, meds and oxygen for the needy! God bless ?? <a href="https://twitter.com/hashtag/InThisTogether?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#InThisTogether</a> <a href="https://twitter.com/ggf_india?ref_src=twsrc%5Etfw">@ggf_india</a></p>&mdash; Gautam Gambhir (@GautamGambhir) <a href="https://twitter.com/GautamGambhir/status/1385930232784244737?ref_src=twsrc%5Etfw">April 24, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>[/embed]

গম্ভীরের টুইটের জবাবও দিয়েছেন অক্ষয়। তিনি লিখেছেন, ‘এটা খুবই কঠিন সময়। আমি খুশি এটা ভেবে যে আমি কিছু সাহায্য করতে পেরেছি। এই কঠিন সময় থেকে আমরা সবাই ঠিক উঠে দাঁড়াব, সেই আশা রাখি। ভালো থাকুন।’ 

প্রসঙ্গত, গত বছর করোনা বিপর্যয়ের সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে রিলিফ ফান্ডের ব্যবস্থা করেছিলেন সেখানেও ২৫ কোটি টাকা অনুদান দিয়েছিলেন অক্ষয় কুমার।

আমারসংবাদ/এডি