Amar Sangbad
ঢাকা বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪,

‘খেলা হচ্ছে তো?’

বিনোদন ডেস্ক

মে ২, ২০২১, ০৮:৩০ এএম


‘খেলা হচ্ছে তো?’

আর মাত্র ঘণ্টাখানেকের অপেক্ষা। তারপরেই প্রকাশ পাবে একুশের মহাসংগ্রামের ফলাফল। তবে ফলাফল প্রকাশের আগেই নিজের দলের জয় নিয়ে আত্মবিশ্বাসী টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী।

নিজের উত্তেজনা ধরে রাখতে না পেরে রোববার (২ মে) টুইট করে বসলেন অভিনেত্রী।

তবে কী লিখেছেন মিমি?

কি আবার লিখবেন, তৃণমূলের সেই চিরচেনা জনপ্রিয় ডায়াগল ‘খেলা হবে’-র ছোঁয়া রেখে টুইটারে মিমি বিরোধিদের প্রশ্ন করলেন, ‘খেলা হচ্ছে তো?’

[embed]<blockquote class="twitter-tweet"><p lang="et" dir="ltr">Khela hocche toh?????</p>&mdash; Mimssi (@mimichakraborty) <a href="https://twitter.com/mimichakraborty/status/1388751460171583488?ref_src=twsrc%5Etfw">May 2, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>[/embed]

আপাতত ১৮৫টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। বেলা যত গড়াচ্ছে তত দেখা যাচ্ছে বাংলা নিজের মেয়েকেই চাইছে। অপাতত তৃণমূল কংগ্রেস ১৮৫টি আসনে এগিয়ে রয়েছে। আর বিজেপি এগিয়ে ১০৪টি আসনে। বাম–কংগ্রেস–আইএসএফ জোট মাত্র ১টি আসনে এগিয়ে রয়েছে। যা দেখে খানিক স্বস্তির নিশ্বাস ফেলছে তৃণমূল শিবির। 

প্রসঙ্গ, এবারের বিধানসভা নির্বাচনে 'খেলা হবে' স্লোগানে সরগরম হয়েছিল রাজ্য রাজনীতি। প্রথম তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য খেলা হবে স্লোগানকে গান আকারে সামনে আনেন। যা রাতারাতি তুমুল জনপ্রিয়তা পায়। তারপর তৃণমূল ও বিজেপি দুই দলই  'খেলা হবে' স্লোগান ব্যবহার করেছেন নিজেদের রাজনৈতিক প্রচারে। তাই মনে করা যেতে পারে নিজের টুইট দিয়ে বিজেপি সমর্থদকেরই বিঁধেছেন সাংসদ মিমি।

আমারসংবাদ/এডি