Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

১৭ দিন পর বাসায় ফিরছেন আলমগীর

বিনোদন ডেস্ক

মে ৫, ২০২১, ১০:৫৫ এএম


১৭ দিন পর বাসায় ফিরছেন আলমগীর

করোনামুক্ত হয়ে ১৭ দিন পর বাসায় ফিরছেন বরেণ্য চিত্রনায়ক আলমগীর। 

বাসায় ফেরার অনুমতি পেয়ে বেশ উচ্ছ্বসিত অভিনেতা। সুস্থ হলেও তাকে পুরো বিশ্রামে থাকতে হবে আপাতত। চিকিৎসক প্রথম কয়েক দিন সাবধানতা মেনে চলার পরামর্শ দিয়েছেন। 

এর আগে গত কয়েকদিন ধরে একটি ইউটিউব চ্যানেল থেকে আলমগীরের মৃত্যুর গুজব ছড়ানো হচ্ছে। শুধু তাই নয় 'সবাইকে কাঁদিয়ে চলে গেলেন আলমগীর' শিরোনামে একটি ভিডিও প্রকাশ করা হয়। মুলত সেখান থেকেই ছড়িয়ে পড়ে আলমগীরের মৃত্যুর গুজব।

এই ভিডিও প্রকাশ পাওয়ার পর অনেকেই না বুঝে ভিডিওটি শেয়ার করছেন। কোনোরকম নিশ্চিত না হয়েই আলমগীরকে নিয়ে ফেসবুকে স্ট্যটাস দিচ্ছেন তিনি আর নেই। এমনকি পরিচিত অপরিচিতসহ পরিবারের অনেকেই ফোন করছেন আলমগীরকে।

এই নিয়েই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার মধ্যেও ভীষণ বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েন আলমগীর।

পরে যারা এসব কাজের সঙ্গে সম্পৃক্ত তাদের শনাক্ত করে সাইবার ক্রাইমে মামলার প্রস্তুতি নেয় চিত্রনায়কের পরিবার। শনাক্তকারীদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তারা। 

প্রসঙ্গত, গত ১৭ এপ্রিল অভিনেতার শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। চিকিৎসকদের পরামর্শে সেদিনই হাসপাতালে ভর্তি করা হয় তাকে। গত ২০ এপ্রিল গণমাধ্যেমকে এ তথ্য নিশ্চিত করেছেন অভিনেতার মেয়ে আঁখি আলমগীর।

এর আগে গত ১৪ এপ্রিল রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে করোনাভাইরাস ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেন তারকা কিংবদন্তী দম্পতি আলমগীর ও রুনা লায়লা। আর ভ্যাকসিন নেয়ার সপ্তাহ না পেরোতেই করোনায় আক্রান্ত হন আলমগীর। তবে এখন পর্যন্ত সুস্থই আছেন রুনা লায়লা।

পারিবারিক টানাপোড়েন, সামাজিক অ্যাকশন, রোমান্টিক অ্যাকশন, ফোক ফ্যান্টাসিসহ সব ধরনের চলচ্চিত্রে সফল আলমগীর। অভিনয়ের পাশাপাশি প্রযোজক, গায়ক ও পরিচালক হিসেবে সুনাম কুড়িয়েছেন। শ্রেষ্ঠ অভিনেতা ও শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে ৯ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন তিনি।

আমারসংবাদ/এডি