Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

‘আমার মাকেও এরা ছাড়ল না’

বিনোদন ডেস্ক

মে ১০, ২০২১, ০৯:৪০ এএম


 ‘আমার মাকেও এরা ছাড়ল না’

গতকাল ছিল বিশ্ব মা দিবস। মা দিবস উপলক্ষে সবাই মায়ের সাথে ছবি পোস্ট করেছেন। সেই তালিকাতে তারকারাও রয়েছেন। কিন্তু ট্রোলারদের যেন তারকাদের সব কিছু নিয়েই ট্রোল করতে হবে। বাদ গেলো না মায়ের ছবিও। চঞ্চল চৌধুরীর পর  এবার অভিনেত্রী ভাবনার মায়ের ছবিতেও খারাপ মন্তব্যের ঢল নেমেছে।

রোববার (৯ মে) মা দিবসে নিজের ফেসবুকে মায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী। ছবিতে ভাবনার সঙ্গে তার ছোট বোন অদিতি হাবিব অনন্যাও ছিলেন। এরপর ইন্সটাগ্রাম ও ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন ভাবনা। ভিডিওতে দেখা যায়, মা দিবসে মাকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাকে কেক কেটে খাওয়াচ্ছেন ভাবনা ও তার বোন। ভিডিওতে মাকে নিয়ে আবেগঘন বার্তা লেখেন অভিনেত্রী।

অভিনেত্রী লিখেছেন, পৃথিবীতে সবার মা সবার কাছে সবচেয়ে প্রিয় । মা মানেই সারাক্ষণ ঝগড়া ,আবার পছন্দের খাবার রান্না করে অপেক্ষা করা ,  আমার আম্মু আমাকে শুটিং এর সময় ফোন করে একটা কথাই জিজ্ঞেস করে খাবার খাইলি ? আর কোন কথা নাই ,কাজ কেমন হচ্ছে বা কিছু ,সেটা জানার বিন্দুমাত্র প্রয়োজন নেই তার । আমি দুনিয়ার সব কঠিন চরিত্র করতে চাই , আর আমার মা বলে, আবার এমন কালি মেখে অভিনয় করতেছিস?? সে আমাকে সারাক্ষন সুন্দর দেখতে চায় । আমি হাসি , আম্মু তুমি কিছু বুঝনা ,আমি অভিনেত্রী হতে চাই , আম্মু বলে অভিনেত্রী হতে হলে অসুন্দর লাগতে হবে কেন ? আমি আর কথা বারাই না। 
আমার মা তার পরিবারের ছোট মেয়ে ,ভীষণ রাগী । অহংকারী ,কথায় কথায় অভিমান । আমি যদি অন্য কাউকে তার চেয়ে একটু বেশি পাত্তা দিয়ে ফেলি খবর আছে । রাগে শেষ হয়ে যায় । আম্মু ভীষন সরল ,তার মত সরল হতে চাই ।

[embed]<div id="fb-root"></div> <script async defer crossorigin="anonymous" src="https://connect.facebook.net/en_US/sdk.js#xfbml=1&version=v10.0" nonce="yh6CxR9z"></script> <div class="fb-post" data-href="https://www.facebook.com/ashnahabib.bhabna.5/posts/1938100519673249" data-width="500" data-show-text="true"><blockquote cite="https://www.facebook.com/ashnahabib.bhabna.5/posts/1938100519673249" class="fb-xfbml-parse-ignore"><p>❤️??‍♀️</p>Posted by <a href="#" role="button">Ashna Habib Bhabna</a> on&nbsp;<a href="https://www.facebook.com/ashnahabib.bhabna.5/posts/1938100519673249">Saturday, May 8, 2021</a></blockquote></div>[/embed]

কিন্তু সেই ভিডিওর নিচে আসতে থাকে একের পর এক বাজে মন্তব্য। অনেকে উগ্র ধর্মীয় মন্তব্যও করেন ভাবনা ও তার মাকে নিয়ে। এই ঘটনায় ভীষণ মর্মাহত ভাবনা।

এরপর সোমবার (১০ মে) আর একটি স্ট্যাটাস দেন ভাবনা। সেখানে লিখেছেন, ‘কালকে মা দিবস ছিল, তাই মাকে নিয়ে আমরা দুই বোন ছবি পোস্ট করেছি। তারপর যা হলো, আমার মাকেও এরা ছাড়ল না। মানুষ কারও মাকে নিয়ে এমন নোংরামি করতে পারে? সবাই এখন বলবেন এসব পাত্তা দিও না। আমি একমুহূর্তের জন্যও এসব পাত্তা দেই না। কারণ আমাকে প্রতিদিন গালি খেতে হয় আমি জানি। এই ফেসবুক কিছু জঘন্য মানসিকতার মানুষের আস্তানা হয়ে যাচ্ছে। আর আমরা চুপ আছি। সাইবার ক্রাইম কেন দুই একটাকে শাস্তি দেয় না, আমি বুঝি না।’

[embed]<div id="fb-root"></div> <script async defer crossorigin="anonymous" src="https://connect.facebook.net/en_US/sdk.js#xfbml=1&version=v10.0" nonce="PABbT8th"></script> <div class="fb-post" data-href="https://www.facebook.com/ashnahabib.bhabna.5/posts/1938885436261424" data-width="500" data-show-text="true"><blockquote cite="https://www.facebook.com/ashnahabib.bhabna.5/posts/1938885436261424" class="fb-xfbml-parse-ignore"><p>কালকে মা দিবস ছিল ,তাই মা কে নিয়ে আমরা দুই বোন ছবি পোষ্ট করেছি । তারপর যা হল ,আমার মা কে ও এরা ছাড়ল না , মানুষ কারও...</p>Posted by <a href="#" role="button">Ashna Habib Bhabna</a> on&nbsp;<a href="https://www.facebook.com/ashnahabib.bhabna.5/posts/1938885436261424">Sunday, May 9, 2021</a></blockquote></div>[/embed]

আরেকটি পোস্টে চঞ্চল চৌধুরীর মায়ের সাথে ছবি এবং নিজের মায়ের সাথে একটি ছবি শেয়ার করে ভাবনা লিখেন, ‘আমার হাতা কাটা ব্লাউজ নিয়ে তাদের কথা। আমার মা কেন টিপ পরল, আমার মা হিন্দু, আমার মা হিন্দু হোক, আর মুসলিম হোক তবে সে মানুষ। আমার মার ওড়না দেখা যাচ্ছে না কেন? এরাই ধর্ষক। এরা অভিনেতা চঞ্চল চৌধুরীর মাকে নিয়ে বাজে মন্তব্য করেন।

ভাবনা বলেন, একটা জিনিস আজকে পরিষ্কার হলাম। আমাকে নিয়ে আমার কলিগরা কোনোদিন কোনো প্রতিবাদ করেননি। আমাকে প্রতিবার সোশ্যাল মিডিয়ায় যখন হেয় করা হয় তারা চুপ থেকেছেন। আজকে ভালো লাগছে যে, চঞ্চল ভাইয়ের জন্য হলেও তারা প্রতিবাদ করছে। কারণ প্রতিবাদ করাটা জরুরি। শিল্পীরা ইগনোর করে না, বয়কট করে না, তারা প্রতিবাদ করতে জানে। আমাদের মায়েদেরকেও যারা বাজে বলতে ছাড়ে না তাদেরকে শাস্তি দেয়া হোক। সাইবার ক্রাইম প্লিজ।

[embed]<div id="fb-root"></div> <script async defer crossorigin="anonymous" src="https://connect.facebook.net/en_US/sdk.js#xfbml=1&version=v10.0" nonce="jFVygLFA"></script>  <div class="fb-post" data-href="https://www.facebook.com/ashnahabib.bhabna.5/posts/1939254102891224" data-width="500" data-show-text="true"><blockquote cite="https://www.facebook.com/ashnahabib.bhabna.5/posts/1939254102891224" class="fb-xfbml-parse-ignore"><p>আমার হাতা কাটা ব্লাউজ নিয়ে তাদের কথা আমার মা কেন টিপ পড়ল আমার মা হিন্দু আমার মা হিন্দু হোক ,আর মুসলিম হোক তবে সে...</p>Posted by <a href="#" role="button">Ashna Habib Bhabna</a> on&nbsp;<a href="https://www.facebook.com/ashnahabib.bhabna.5/posts/1939254102891224">Sunday, May 9, 2021</a></blockquote></div>[/embed]

আমারসংবাদ/এডি