Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

করোনায় আক্রান্তদের প্রতিদিন খাবার দেবেন দেব

বিনোদন ডেস্ক

মে ১২, ২০২১, ০২:২০ পিএম


করোনায় আক্রান্তদের প্রতিদিন খাবার দেবেন দেব

বিনা পয়সায় খাবার দেবেন দেব। এমনটাই তিনি জানিয়েছেন সোশ্যাল মাধ্যমে। করোনা আক্রান্তদের জন্য এই বিনামূল্যে খাবার বিলির সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা ও সাংসদ।

দুপুর সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত তারা খাবার দেবেন। খাবারে ভাত, ডাল, রুটি, সবজি, তরকারি থাকবে বলে জানা গিয়েছে। প্রথমে ৫০টি প্যাকেট দিয়ে কাজ শুরু করলেও ধীরে ধীরে এই সংখ্যা বাড়বে বলে জানা গিয়েছে। ২৫ শরৎ ব্যানার্জি রোডের কাছে একটি সেন্টার করা হয়েছে। সেখানে খাবার রাখা থাকবে। যাদের দরকার তারা তাদের সময় মতো নিয়ে চলে যাবেন।

গত বছর করোনার প্রথম ঢেউয়ের সময় পরিযায়ী শ্রমিকদের ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন দেব। নেপাল থেকে বাংলার বিভিন্ন জেলার ২৪৭ জন পরিযায়ী শ্রমিককে ঘরে ফেরান তিনি। এই কথা তিনি টুইট করে প্রকাশ করেছিলেন।

এরপরে জম্মু-কাশ্মীরে বেড়াতে গিয়ে লকডাউনের জন্য আটকে থাকা ৩৯ জন পর্যটককে ফিরিয়েছিলেন দেব। তারা জানতে পেরেছিলেন দেব নেপাল থেকে ঘাটালে পরিযায়ী শ্রমিকদেরকে ফিরিয়েছেন। তখন এই পর্যটকরাও দেবের সঙ্গে যোগাযোগ করেন। দেব তাদের ঘরে ফেরান।

আমারসংবাদ/এডি